আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
47 views
in পবিত্রতা (Purity) by (52 points)

আসসালামু আলাইকুম হুজুর।  আশা করি ভালো আছেন। প্রশ্নটি কিছু বড়। সবগুলো প্রশ্নের আলাদাভাবে উত্তর দিলে উপকৃত হবো। 
 

আমার দাদু বছরে শুধু শীতকালের দিকে ২-৩ মাস থাকতে আসে আমাদের বাসায়। দাদুর বয়স ৮০+ । দাদু গত ১-২ বছর ধরে পেশাব পায়খানা  স্বল্প পরিমাণে কয়েকবার ঘরে করে দিয়েছিল । গতকাল রাতে একবার দেখছি দাদু ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পরে কয়েক ফোটা ফ্লোরে দেখেছিলাম। যা পেশাব হওয়ার সম্ভাবনা তিব্র। সপ্তাহখানেক আগেও ঠিক এরকম অবস্থা দেখেছিলাম। হয়তো বাকি সময়ও করতে পারে। সেভাবে খেয়াল করা হয় না প্রতিবার। আর দাদু রাতে কয়েকবার করে পেশাব করে ঘুম থেকে উঠে। এখন সবাই তখন সজাগ ও থাকে না। আবার দিনেও মাঝেমধ্যে ঘুমায়। এখন আমি এর আগেও আশঙ্কা করেছিলাম যে দাদু হয়তো ঘুম থেকে উঠলে একটু পেশাবের ফোটা পরে টাইলসে। তখন সেভাবে বুঝতে পারি নাই কারণ অনেক সময় আমরা বাথরুম থেকে আসলেও আমাদের স্যান্ডেল ভেজা থাকে। ঘরে আমরা সবাই স্যান্ডেল পরে হাটি। আমি আর দাদু একই রুমে ঘুমাই। ঘরে শোবার জন্য অতিরিক্ত খাট নাই। এখন এটা আমারই রুম। আর এ রুমে নামাজ পড়ি। এখন দাদু যেদিক দিয়ে উঠে যায় সেদিকে আমার নামাজের স্থান। এখানে বিছানার শুধু এক দিক থেকে নিচে নামা যায়। এখন ঘরে আলাদা করে নামাজের রুম নাই। যে যার রুমের বা ঘরের যেকোনো জায়গায় সুবিধামত নামাজ পড়ে।

 

১) এখন দাদু ঘুম থেকে ওঠে পেশাবে যাওয়ার পথে পেশাব টাইলসে পরে নাকি পরে না, তা বুঝা কঠিন। যেহেতু সবসময় এটা লক্ষ্য রাখা কঠিন আর দাদু রাতেও অনেকবার বাথরুমে যায়। এক্ষেত্রে করণীয় কি? পেশাব আমি নিজ চোখে না দেখলে পুরো ঘরকে পাক ধরবো?

 

২) দাদু বিছানা থেকে নেমে যেদিক দিয়ে বাথরুমে যায় ঠিক সেদিক দিয়ে ফিরত আসে। এখন পেশাবের ফোটা পরলে যদি না দেখে তাহলে পেশাব পাড়ায় বিছানায় ওঠে পড়বে। এক্ষেত্রে বিছানা বা ফ্লোর নাপাক রয়ে যাবে? 

 

৩) ঘরে সবাই যেহেতু স্যান্ডেল পড়ে থাকে তাই বাথরুম থেকে বের হলে জুতা ভেজা থাকে। এখন জুতা ভেজা থাকায় ফ্লোরও অনেকসময় ভেজা হয়। এখন সেসময় দাদু ঘুম থেকে ওঠে বাথরুমে গেলে বুঝতে পারি না সেটা জুতার পানি নাকি পেশাবের৷ এক্ষেত্রে কি সেটাকে পবিত্র পানি ধরে নিব? 

 

৪) যদি এমন হয় যে পেশাব পরসে দাদু ও দেখে নাই এবং আমরাও দেখিনি এবং পেশাব শুকিয়ে গেছে তাহলে এখানে কারো গুনাহ হবে? হলে কার হবে? আমার এবং ঘরের অন্য সদস্যদের নামাজ হবে? যেহেতু আমাদের বাথরুম আর পাকঘর থেকে বেরোলে ঘরের জুতা ভেজা থাকে এবং তা পরে হাটা হয়। 


 

বিঃদ্রঃ আমি দাদুকে জানিয়েছি পেশাবে গেলে এসে চেক করে দেখতে পেশাব ফ্লোরে পরসে কিনা, পরলে তা মুছে ফেলতে। তবে এটা সিউর যে ঘুম থেকে উঠার পর দাদুর পেশাবের ফোটা সব বার ফ্লোরে পরে না। 

 

জাযাকাল্লাহু খাইরান 

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم جَالِسٌ فَصَلَّى فَلَمَّا فَرَغَ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا . فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا " . فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي الْمَسْجِدِ فَأَسْرَعَ إِلَيْهِ النَّاسُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَهْرِيقُوا عَلَيْهِ سَجْلاً مِنْ مَاءٍ أَوْ دَلْوًا مِنْ مَاءٍ " . ثُمَّ قَالَ " إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ " .

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, এক বিদুইন এসে মাসজিদে (নাবাবীতে) প্রবেশ করলো। নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তখন (ঐ স্থানে) বসা ছিলেন। লোকটি নামায আদায় করল। তারপর সে নামায শেষে বলল, “হে আল্লাহ! তুমি আমার উপর ও মুহাম্মাদের উপর অনুগ্রহ কর; আমাদের সাথে আর কাউকে রহম কর না।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেনঃ “তুমি প্রশস্ত রাহমাতকে সংকীর্ণ করে দিলে।” লোকটি কিছুক্ষণের মধ্যে মাসজিদে পেশাব করে দিল। লোকেরা দ্রুত তার দিকে এগিয়ে গেল (আক্রমণ করার জন্য)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ “তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তিনি আবার বললেনঃ তোমাদেরকে সহজ পথ অবলম্বনকারী বা দয়াশীল করে পাঠানো হয়েছে; কঠোরতা করার জন্য পাঠানো হয়নি। (সহীহ। তিরমিজি ১৪৭.ইবনু মাজাহ– (৫২৯), বুখারী।)

শরীয়তের বিধান হলোঃ যেই স্থানে নামাজ আদায় করা হবে,সেখানে নামাজ শুদ্ধ হওয়ার জন্য পুরো স্থানে পাক হওয়া জরুরি  নয়।
বরং নামাজির দুই হাত,দুই পা,দুই হাটু,আর সেজদার স্থান পাক হতে হবে।
এর আশে পাশের স্থান পাক হওয়া জরুরি নয়।
তবে বিনা ওযরে নাপাক স্থানের কাছে নামাজ পড়া মাকরুহ।
(ফাতাওয়ায়ে শামি ২/৭৪.৭৫)

https://ifatwa.info/34024/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
নামাজের শর্তগুলির মধ্যে অন্যতম একট শর্ত হলো নামাজের জায়গা পাক হওয়া।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ اِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً لِّلنَّاسِ وَ اَمۡنًا ؕ وَ اتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰہٖمَ مُصَلًّی ؕ وَ عَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَ اِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡعٰکِفِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۱۲۵﴾

আর স্মরণ করুন, যখন আমরা কাবাঘরকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ দিয়েছিলাম তাওয়াফকারী, ই’তিকাফকারী, রুকু’ ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে।
(সুরা বাকারা ১২৫)

শরীয়তের বিধান হলো নাপাক স্থানের উপর কাপড় বিছিয়ে নামায পড়লে নামায আদায় হয়ে যাবে। কোন সমস্যা নেই। সে হিসেবে জায়নামায বিছিয়ে নামায পড়লেও হয়ে যাবে।
(আল বাহরুর রায়েক-১/২৬৮.ফাতওয়ায়ে শামী-১/৬২৬)

لو بسط الثوب الطاهر على الأرض النجسة وصلى عليه جاز (البحر الرائق، كتاب الصلاة، باب شروط الصلاة-1/268)
সারমর্মঃ
কেহ যদি নাপাক জমিনের উপর পাক কাপড় বিছিয়ে দেয়,এবং তার উপর নামাজ আদায় করে,তাহলে জায়েজ আছে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই,
(০১)
প্রশ্নের বিবরণ মতে যেহেতু আপনি গতকাল রাতে ঘুম থেকে উঠে আপনার দাদুর বাথরুমে যাওয়ার পরে কয়েক ফোটা পেশাব ফ্লোরে দেখেছিলেন,সুতরাং এক্ষেত্রে সতর্ক পন্থা অবলম্বন করার পরামর্শ থাকবে।

আপনি আপনার ঘরের শুকনো কোনো স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করবেন,তাহলে নামাজের আর কোনো সমস্যা থাকবেনা।

অথবা আপনি অন্য ঘরে নামাজ আদায় করবেন।

সবচেয়ে ভালো হয়,আপনার দাদু ইস্তেঞ্জা খানায় যাওয়ার আগে ও পরে ফ্লোর চেক করা।

তাতে পেশাবের কোনো ফোটা পড়লে সাথে সাথে সেই স্থান পাক করবেন,তাহলে আর কোনো সমস্যা হবেনা।

(০২)
বাস্তবেই এমনটি হলে বিছানা ও ফ্লোর নাপাক হবে।

আপনি ১ নং প্রশ্নের জবাব অনুযায়ী আমল করবেন।

(০৩)
সেই পানি সন্দেহ মূলক। 
সেখান হতে যদি পেশাবের গন্ধ আসে,তাহলে তো তাহা নিশ্চিত পেশাব।

সুতরাং নামাজের ক্ষেত্রে সতর্কতা কাম্য।

(০৪)
এক্ষেত্রে সরাসরি ফ্লোরের উপর নামাজ পড়া যাবেনা। বরং জায়নামাজ বা কোনো পাক কাপড় বিছিয়ে নামাজ আদায় করতে হবে।

সেক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে।
কারো কোনো গুনাহ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 183 views
0 votes
1 answer 159 views
0 votes
1 answer 163 views
...