السلام عليكم ورحمة الله
আমাদের বাবা কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে মুরগির ফার্ম করতে চাচ্ছেন। তো যেহেতু এই লোন নেওয়া হারাম আর এতে সুদ আছে তাই আমি খুব-ই চিন্তিত আর হতাশাগ্রস্ত যে,আমি কি করব(বিদ্র-আমি ছেলে, কিন্তু নিজে ইনকাম করার মতন যথেষ্ট বয়স হইলেও করা শুরু করিনি,তবে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করতেছি)।
এখন এই পরিস্থিতিতে, আমি আমার এক খুব কাছের ও দীর্ঘদিন এর সম্পর্ক রাখা আলিম এর সাথে এই ব্যপারে পরামর্শ করি। তিনি এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও আমার "ইমানের হালত" বিবেচনায় আমাকে এই পরামর্শ দেন যে-
লোন নেওয়াটা হারাম কিন্তু লোনের টাকাটা হালাল আছে,তাই আমি আমার বাবার ইনকামে এটা খাইলেও সমস্যা নাই। কারণ এতে ওনার(বাবার) লোন নেওয়ার গুনাহ ও পরবর্তীতে সুদ দেওয়ার গুনাহ হবে, কিন্তু লোনের যে টাকাটা নেওয়া হয় সেটা হালাল।
(উদা-ব্যাংক থেকে ২লাখ টাকা ৪ বছরে সুদে লোন নিলাম, এতে আমার এই লোন নেওয়ার কাজটা হারাম ও পরে সুদ দেওয়া হারাম,, কিন্তু ওই ২ লাখ টাকাটা হালাল, এটা খাওয়া ও ব্যবসায়ে খাটালে সমস্যা নাই)
- প্রশ্ন- উনার এই ফাতওয়া কি সঠিক?