আমি আর কোনদিন হস্তমৈথুন করবো না বলে আল্লাহর নামে কসম করেছিলাম নামাজের পর মোনাজাতে বসে।
এরপর আমি একাধিকবার হস্তমৈথুন করে ফেলি।
পরে, বোধদয় হলে যথাযথভাবে কাফফারা আদায় করি।
কাফফারা আদায়ের পরে আর হস্তমৈথুন করবো না বলে নিয়ত করি মনে মনে।তবে আল্লাহর নামে কসম করে কোন নিয়ত বা ওয়াদা করি নাই বলেই দৃঢ় ভাবে মনে হয়। [৯০% নিশ্চিত ইন শা আল্লাহ]
এবং না করার নিয়তের সাথে এই নিয়ত ও ছিল যে এই বিষয়ে আল্লাহর নামে শপথ আর করবো না কেননা বিষয়টা থেকে বের হওয়া বেশ কষ্টসাধ্য এবং খানিকটা সময়ের প্রয়োজন হয়। এই বিষয়ে আল্লাহর সাহায্য চাচ্ছি।
কিন্তু দুঃখের বিষয় আমি,
কাফফারা আদায়ের পর শয়তানের ধোঁকায় পরে পুনরায় অশ্লীল ছবি দেখি এবং হস্তমৈথুন করে ফেলি।
যার জন্যে ভীষণ অনুতপ্ত হচ্ছি।এখন তওবা করতে চাচ্ছি।
প্রশ্ন ১: আমার কি পুনরায় কাফফারা আদায় করতে হবে?
প্রশ্ন ২: অনুগ্ৰহ করে সহিহ তওবার পদ্ধতি জানাবেন।