আস সালামু আলাইকুম প্রিয় উস্তাদ,
প্রশ্ন ১) আমাদের গ্ৰামে দেখা যায়, বড়দিন উৎসব আসলে মুদি দোকান দার ওই উপলক্ষ কেক রাখে, সেই কেকের বাস্কে ক্রিসমাসে ব্যবহৃত চিহৃ বা ছবি থাকে। এইভাবে কেক রাখা কি তাদের জন্য জায়েজ হবে?
প্রশ্ন ২) কোনো সামাজিক অলাভজনক প্রতিষ্ঠানে অসহায়দের সাহায্যের জন্য যদি কেউ নিদিষ্ট একটা এমাউন্ট দান করে, সেখানে যতজন কে সাহায্য করা হবে তার মোট সত্তয়াব গ্ৰুপে দানকারী প্রত্যেকে সমান পাবে? উদাহরণস্বরূপ- কোনো প্রতিষ্ঠান থেকে 30 পিস কম্বল দেওয়া হচ্ছে, এখন কেউ যদি একটা কম্বলের অর্থের পরিমাণ টাকা দান করে তাহলে কি সে 30 টা কম্বল দান করলে যে সত্তয়াব, সেটা পাবে?
প্রশ্ন 3) এইসকল প্রতিষ্ঠানে যারা এ্যডমিন তারা কি এই প্রতিষ্ঠানটি সাদকায়ে জারিয়া হিসেবে পাবে? এটা কি সাধারণ সদস্য যে নিয়মিত দান করে তাদের ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে?
প্রশ্ন ৪) একজন পর্দানশীন নারী(পরিপূর্ণ পর্দা করে) যদি ফ্রী-মিক্সিং বিবাহ অনুষ্ঠানে যেতে না চাই, এক্ষেত্রে তার স্বামী যদি তাকে যেতে বাধ্য করে, কিন্তু সে সেখানে না যায়, এতে কি তার গোনাহ হবে? এতে কি সে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলে গণ্য হবে? বিবাহ তার স্বামীর মামাতো বোনের।
প্রশ্ন ৫) পর্দার জন্য কোনো নারী যদি তার বাপের বাড়ি আর নিজ বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়া বন্ধ করে দেয়, পরপুরুষের সামনে যাওয়া বন্ধ করে দেয়, এমনকি সে অসুস্থ হলে ধৈর্য্য ধরে বাড়িতে অবস্থান করে(ফার্মিস থেকে আনা ঔষধ খায়) , পুরুষ ডাক্তারের কাছে যাবেনা বলে। নিজের ননদ, এমনকি নিজের বোনের বাড়িও যায় না সে। বিবাহ- অনুষ্ঠানে পর্দার জন্য সে নিজেকে আড়াল করে। এই নারী কি সীমালঙ্ঘনকারী/বাড়াবাড়ি ? সমাজের অধিকাংশ তাকে বলে সে বাড়াবাড়ি করে, তার ননদ ফোন করে তার স্বামী কে বলে, তোর বৌ হুজুর হয়ে গেছে, পর্দা নিয়েছে এইভাবে সবাই ক্ষোভ প্রকাশ করে। ওনাদের ইচ্ছা তার স্বামীদের ফোন করে ডাকবে, খাওয়ার বেড়ে দেবে, হেসে খেলে কথা বলবে, সে একা থাকলে পরপুরুষ ডুকতে দেয় না এটাই তাদের রাগের কারণ। তার বাড়ির সবাই তাকে এর জন্য হেয় চোখে দেখে, বদদুআ করে। তার স্বামীও তাকে উল্টোপাল্টা কথা শুনাই।
উস্তাদ আপনার কাছে সে জানতে চেয়েছে, সে সত্যিই কি সীমালঙ্ঘনকারী? সে এমন তাকেওয়া অবলম্বন করে ভুল করছে? সে কঠোর দ্বীন পালন করতে যায়, উস্তাদ তার জন্য দুআ করবেন।