আসসালামু আলাইকুম। আমার অনিয়মিত মাসিকের সমস্যা। স্বাভাবিক অভ্যাস ৭দিন।দীর্ঘ ৪মাস পরে হায়েজ হলেও ঠিক মতো হয়নি বরং ইস্তেহাযার সমস্যা হয়।পরে ঔষধ খাওয়ার ১মাস পর হায়েজ হয়, কিন্তু ১২ দিন পর্যন্ত হয়,এর পর সাদা স্রাব দেখলেও মাঝেমধ্যেই সাদার সাথে হালকা খয়েরী রঙের মতো দেখা যায়। কখনো একটু বেশি। ২২তম দিনে (আজকে) ঔষধ মতে আরও ৩/৪ দিন পর নতুন হায়েজ আসার কথা। কিন্তু ২২ তম রাতে ই মনে হচ্ছে একটু ব্লাড দেখা গিয়েছে। এখন এটা কি ইস্তেহাযা ধরে সালাত আদায় করবো? না নামাজ বাদ দিয়ে পরে কাযা আদায় করবো?আর ৩/৪ পর যদি ব্লিডিং এর পরিমাণ বেশি থাকে তখন ও কি ঐটা ইস্তেহাযা ই ধরে নিবো? কার সম্পূর্ণ ১৫ দিন সুস্থ ছিলাম না। যেহেতু এর মধ্যেই সাদার সাথে হালকা খয়েরী রঙ দেখেছি । তবে পুরো সময় জুড়ে দেখেছি এমন নয়।২/৩ দিনে একবার আবার কখনো এর বেশি কম সময়ে।অনিয়মিত মাসিকের জন্য এই সমস্যাতে ভুগতে হয়, নামাজ আদায় নিয়ে সন্দেহ হয়। হায়েজ হলে নামাজ আদায় করলে গুনাহ হবে আবার হায়েজ যদি না হয় নামাজ বাদ দেয়া যাবে না। কোরআন পড়া ও রোজা রাখা নিয়ে ও‌ সন্দিহান।১৫ দিন সুস্থ থাকা লাগবে জানি তাও ভয় ও সন্দেহ হয়, আমার হিসেবে বা দেখায় যদি ভুল থেকে যায়। সর্বশেষ দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন এই সমস্যা থেকে মুক্তি দেন।