ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
নামিরা নামের অনেক অর্থ হতে পারে। এক অর্থ হল, বাগিনি। অন্য আরেকটি অর্থ রয়েছে , সাহসী মহিলা। সুতরাং শেষোক্ত অর্থ হিসেবে মেয়ের নাম নামিরা রাখা যেতে পারে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়ালিদ নামের কোনো সাহাবাহর আলোচনা পাওয়া যাচ্ছে না , হ্যা অলীদ নামের সাহাবা ছিলেন। উনার নামে নামকরণ করা যাবে।
সুতরাং আব্দুল্লাহ আল ওলিদ নাম রাখা যাবে।