আজকে একটা ইস্তিখারা করেছিলাম, সব চুল কেটে ফেলব কী না এটা নিয়ে। এরপর স্বপ্নে দেখি আমার একজন শিক্ষার্থীর বিয়ে ঠিক হয়েছে এমন কিছু, এরপর অনেক কিছু দেখেছি এখন মনে পরছে না।ঘুম ভেঙে যায় ফজরের সময়।
ফজরের পরে আবার ঘুমাই এরপর স্বপ্নে দেখি আমি একটা কবরের পাশে বা বাড়ির রাস্তায় এমনি দাড়ায় আছি একটা ছেলে এসে পাশে দাড়ায়,এবং আমাকে জড়িয়ে ধরে আমি খুব রাগ করে ছুটে আসি।এরপর সে ছেলেটাকেই আসেপাশে অনেকবার দেখি।
তো একদিন বাসায় রান্নায় আয়োজন হচ্ছে, আমিও হেল্প করছি,ছেলের আম্মু আর ছেলে আসছে আমাকে দেখতে।ভাবি বলে যে এই ছেলেটাই তোমাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাই তার মাকে নিয়ে আসছে তোমাকে দেখতে।আমি খুব আশ্চর্য হই।এরপর তারা খুব পছন্দ করে আমাকে। এরপর বিয়ে হয়ে যায়।এরপর ছেলেদের বাসায় নিয়ে যাওয়া হয়,তাদের বাড়িটাও মনে আছে।আমাদের যে রুমে দেয়া হলো সেখানে বসে আছি।এরপর কিভাবে যেন খাটের নিচে পরে যাই।মাথায় বিভিন্ন যায়গায় হালকা কেটে যায়।আমার মাথা চেক করে দেখে ১২-১৩ জায়গায় হালকা কেটে যাওয়ার মতোও হয়েছে।এবং আমার মাথার চুল কেটে ফেলা হয়েছে(এটা দেখিনি যে চুল কাটতেছে,তবে দেখেছি চুল নেই)। এরপর দেখি আমার ননাস ডাক্তার আনতে যায়।আর উনি বিদেশ চলে যাবে পিএইচডি /মাস্টার্স করতে সেগুলো নিয়ে দেখতেছে।
,এরপর সেখানের পিচ্চিদের একজন আমাকে আস্ক করছে তুমি আমাদের কী হও? লজ্জা পেয়ে আমি বলি তোমার মামাকে আস্ক করো।তখন তার মামা বলে আমার একমাত্র বউ।এটা শুনে হেসে দিসি।তখনই ঘুম ভেঙে যায়
এ স্বপ্ন দিয়ে কী বুঝব?আমি কী আমার চুল কেটে ফেলব?এটা কল্যাণকর হবে?