আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (47 points)
আসসালামু আলাইকুম,
(১) জমির আসল থেকে থেকে মূল্য কম দেখিয়ে কম টাকায় রেজিষ্ট্রি করেছে তাহলে কি এটা জায়িজ হয়েছে?
(২) যদি জায়িজ না হয়ে থাকে তাহলে এবার কি করনীয়?


আসসালামু আলাইকুম,
(১) জমির আসল থেকে থেকে মূল্য কম দেখিয়ে কম টাকায় রেজিষ্ট্রি করেছে তাহলে কি এটা জায়িজ হয়েছে?
(২) যদি জায়িজ না হয়ে থাকে তাহলে এবার কি করনীয়?


আসসালামু আলাইকুম,
(১) জমির আসল থেকে থেকে মূল্য কম দেখিয়ে কম টাকায় রেজিষ্ট্রি করেছে তাহলে কি এটা জায়িজ হয়েছে?
(২) যদি জায়িজ না হয়ে থাকে তাহলে এবার কি করনীয়?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সরকার কর্তৃক নির্ধারিত কর-খাযনা সম্পর্কে উলামায়ে কেরামদের মতপার্থক্য বিদ্যমান রযেছে। সুতরাং এক্ষেত্রে সতর্কতামূলক আজিমতের উপর আমল করাই কল্যাণজনক মনে হচ্ছে। অর্থাৎ সামর্থ্য থাকাবস্থায় কর খাযনা আদায় করে দেয়াই উচিত ও উত্তম। তবে যদি কর বা খাযনা অসহনীয় পর্যায়ের হয়, এবং জমি ক্রয় করাটা জরুরী পর্যায়ের থাকে, তাহলে জমির মূল্য কম উল্লেখ করার রুখসত বা সুযোগ থাকবে। এমনকি সুদের টাকা দ্বারাও উক্ত কর/খাযনাকে পরিশোধ করা যাবে।

زمین یا مکان کی رجسٹری کرانے کی صورت میں خاص اسٹمپ کی خریداری میں جو رقم لگتیہ ے اسے سرکاری بینک سے حاصل سود سے ادا کرنے کی گنجائش ہوگی؛ البتہ اس کے علاوہ جو فیس لگتی ہے یا وکیل اپنی محنت کی اجرت کے طور پر لیتا ہے اس کی ادائیگی سودی رقم سے کرنا جائز نہ ہوگا۔
فتوي نمبر: 498-496/L=6/1440
واللہ تعالیٰ اعلم
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
শাইখ এটাতো কর খাজনার কথা বলছিলা।  জমি কেনার সময়ে রেজিষ্ট্রি করার সময়ে বলছি। যে রেজিস্ট্রি অফিসে জমির মোট মূল্য থেকে কম মূল্য দেখিয়ে রেজিষ্ট্রি করা হয় সবসময়ই নাকি। যাতে রেজিষ্ট্রি খরচ কম লাগে। তাহলে এটা তো জায়িজ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...