বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।
কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2679
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুবাইল কলে ইজাব কবুলের দ্বারা বিয়ে হয় না। তাই তালাকও নিতে হবে না। তবে এভাবে ঐ ছেলের কাছ থেকে বিদায় নিয়ে পূর্বের প্রেমিকের কাছে বিবাহ বসার কোনো যৌক্তিকতা নাই। পূর্বের হারাম সম্পর্কের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং ঐ ছেলেরও উচিৎ আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। আপনি এক্ষেত্রে পরিবারের সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন যে, এই পরিস্থিতিতে কি করা যায়? পরিবারকে সাথে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তাতে অবশ্যই কল্যাণ নিহিত থাকবে।