জবাব,
بسم الله الرحمن الرحيم
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ দেখলেন জনৈক ব্যক্তি
অজু করেছে কিন্তু পায়ে তার নখ বরাবর একটি স্থান রয়ে গিয়েছে। তিনি তাকে বললেন,
ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ
তুমি ফিরে গিয়ে সুন্দরভাবে অজু করে আস।
(মুসলিম ৩৯১)
অযু বিশুদ্ধ হবার জন্য কনুই পর্যন্ত হাত
এবং টাখনু পর্যন্ত পা এবং পূর্ণ মূখমণ্ডলে পানি প্রবাহিত করা আবশ্যক। যদি এ অঙ্গসমূহের
সামান্যতম স্থানেও পানি না পৌঁছে তাহলে অযু হবে না।
এক্ষেত্রে রঙ যদি এমন পুরু হয় যে, এর নিচে
পানি পৌঁছে না, তাহলে উক্ত রঙ যে স্থানে লাগবে তা দূরিভূত করা ছাড়া অজু সম্পন্ন হবে
না।
আর আমাদের তাহকীক মতে রঙ মিস্ত্রিরা যে রঙ
ব্যবহার করে তা গাঢ় রঙ। যার নিচে পানি পৌছে
না। তাই অযুর সময় রঙ ভালো করে উঠিয়ে তারপর অযু করতে হবে। নতুবা অযু হবে না।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি রং এমন হয় যা ব্যবহারে আবরণ পড়ে যায়, যার কারণে অজুর অঙ্গে পানি পৌঁছায় না তাহলে তার অজু হবে না। রঙের প্রলেপ -এমনকি তা
একেবারে সামান্য হলেও- দূর করে তবেই অজু করতে হবে। তবে আমাদের জানামতে আপনি যেই রংয়ের কথা বলেছেন, তা অজুর অঙ্গে পানি পৌছতে প্রতিবন্ধক হয় না। বিধায়, অজু সহিহ হবে ইনশাআল্লাহ।