আসসালামু আলাইকুম। সম্প্রতি আমার জন্য একটা প্রস্তাব এসেছে। আত্মীয় এবং পরিচিত কয়েকজন খোজ নিয়েছেন। গতকাল আব্বু একটা কাজে বাইরে গিয়েছেন তখন ছেলেকে দেখেছেন। এখন পর্যন্ত যা খোজ নিয়েছে তাতে ইতিবাচক মনে হচ্ছে। আল্লহ্ই ভালো জানেন।
আজ রাতে স্বপ্ন দেখলাম আমার মামার বাসায় গিয়েছি। স্বপ্নে মামিকে বেশ অসুস্থ দেখলাম। এমনিতে মামি জ্বীনযাদুতে আক্রান্ত থাকার কারণে প্রায়ই অসুস্থ থাকেন।
স্বপ্নের মাঝামাঝি যখন আমরা বাসা থেকে বের হচ্ছি তখন আব্বু মামাকে সেই ছেলের ব্যাপারে আরো খোজ নেবার জন্য বলছিলেন। বলছিলেন যে, অনেকেই ভালো বলেছে, আমিও দেখেছি, ভালো মনে হয়েছে, তুমিও একটু ভালো করে খোজ নিও (গতকাল একটা কাজে আমরা মামার বাসায় গিয়েছিলাম এবং ফেরার সময় আব্বু মামাকে খোজ নিতে বলেছেন)
এরপর আমরা বাসা থেকে বের হই। বাসার ভেতরটা স্বাভাবিক হলেও বাইরের দিকটা অনেক পুরোনো ধাঁচের এবং অদ্ভুত ধরনের। সিড়ির ধাপগুলো এত বেশি উচু যে আমি ঠিকভাবে নামতে পারছিলাম না, বসে বসে নামছিলাম। বাইরে আসার পর আমি আরেকটা সিড়িতে আসি, সিড়িগুলো অস্বাভাবিক রকমের বড়। আর সিড়ি দেখে মনে হচ্ছিল অনেক বছরেও সেখানে কেউ পা রাখেনি। অথচ আমার সাথের কয়েকজন আমার আগেই নেমেছে, কিন্তু আমি নামার পথ খুজে পাচ্ছিনা।
এরপরের দৃশ্যগুলো আমি ছাড়া কেউ দেখতে পায়নি।
সিড়ি থেকে সামনের দিকে অনেক বড় একটা পুকুর দেখতে পাই এবং পুকুরে পানির ভেতর একটা লোককে দেখি (তার চেহারা আমি চিনিনা)। স্বপ্নের পুরোটা সময়ই লোকটা পানির নিচে ছিল আর সব ঘটনা পানির নিচে হচ্ছিল। আমি দেখলাম লোকটা পানির নিচে সাতরাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। এরপর পানির ভেতরই সিড়িতে অনেক বড় একটা কার্পেট বিছালো। একটা কাচের বোতল বের করে সেখান থেকে তরল কিছু একটা খেল। এরপর তার পুরো শরীর থেকে কালো কি ধোয়ার মত বের হয়ে এক জায়গায় ঘনীভূত হচ্ছিল। এই সময়টায় আমার মনে হচ্ছিল যে কারো উপর যাদু করা হয়েছিল আর ওই মূহুর্তে সেই যাদু কেটে গেছে/কাটানো হচ্ছে। একটা মুখাবয়বের মতো দেখেছিলাম সম্ভবত, সঠিক খেয়াল নেই। এরপর আমার ঘুম ভেঙে যায়।
এই স্বপ্নের কি অর্থ হতে পারে?
আরেকটু বলে রাখি। এই প্রস্তাবের বিষয়ে আমি মোটেও টেনশন করছি না বা মাথা ঘামাচ্ছি না। নিজে থেকেই আলোচনার সময়ে দূরে সরে থাকছি বা অন্য কাজে ব্যস্ত থাকছি। এ বিষয়ে কোনো প্রশ্নও করছিনা।