আরেকটা বিয়ের কথা বলছি, সেখানেও ছেলে প্রবাসে থাকা অবস্থায় ফোনে বিয়েটা হয়। ভিডিও কলে প্রবাসে ছেলের সাথে কিছু মানুষ ছিলো বিয়ে পড়ানোর সময়। আর দেশে দুই পক্ষের পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে হুজুর বিয়ে পড়ায়। সেই বিয়েতে ছেলে-মেয়ে উভয়েই মুখে 'কবুল' বলেছে। কিন্ত রেজিস্ট্রি হয়নি, সিগনেচার বিষয়টার জন্য (ছেলে সশরীরে দেশে উপস্থিত নেই বলে)।
১)এই বিয়েটাও কি হয়নি ?
২) বিয়ের পর ছেলে-মেয়ের মেসেজে, ফোন কলে কথা হতো। তাহলে কি এসব কথা হারাম হিসেবে গণ্য হবে, আমলনামায় কি গুনাহ যুক্ত হবে ?
দয়া করে রিপ্লাই দিবেন উস্তাদ, প্লিজ। মেয়ে আগে কখনোই হারাম রিলেশন তো দূরে থাক কোনো ছেলের দিকে তাকাতো না পর্যন্ত, হালালের জন্য অপেক্ষা করেছে, অপর ব্যক্তির কোন হক নষ্ট করতে চায়নি। এখন এসব কথা শুনে খুব ভয় লাগছে, সে খারাপ কিছু করে ফেলেছে কিনা....আল্লাহ মাফ করো!
-জাযাকুমুল্লোহু খইরন