জবাবঃ-
বাহিরে বের হওয়ার সময় বা গায়রে মাহরামদের সামনে যাওয়ার সময় হাত ঢেকে যাওয়া তথা হাত মোজা পরিধান করে যাওয়া আবশ্যক। হাত প্রকাশ করা জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}
হাদীস শরীফে এসেছেঃ-
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ছফিয়্যা রা. চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাটু পর্যন্ত।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ১৫৯৬৯, ১৫৯৬৫)
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা এবং পাজামা পরিধান করতে পারবে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৪৪০)
বিখ্যাত তাবেয়ী কাসিম ইবনে মুহাম্মাদ রাহ. বলেন, ইহরাম গ্রহণকারিনী হাত-মোজা ও পায়জামা পরিধান করবে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৫৯৬৮)
বিস্তারিত জানুনঃ-
★হায় মোজা না পড়লে সেক্ষেত্রে পরপুরুষ তার হাত দেখলে গুনাহ হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
মহিলারা যেকোনো রংয়ের বোরকা পড়তে পারবে।মহিলাদের জন্য কাপড়ের রংয়ের কোনো বাধ্যবাধকতা নেই।তবে পর-পুরুষের আকর্ষণ জন্মে, এমন পোষাক বা এমন বোরকা পড়া যাবে না।
★হাত না ঢেকে বাহিরে যাওয়ার কারনে পর পুরুষ আপনার হাত দেখে ফেললে আপনার গুনাহ হবে।
সুতরাং হাত ঢেকে/হাত মোজা পরিধান করে পরপুরুষ এর সামনে যাওয়া আবশ্যক।
এটি নফল নয়।
তাই স্বামী হাত মোজা পরার জন্য স্ত্রীকে বাধ্য করতে পারবে।
এভাবে বাধ্য করাকে ধর্মীয় বাড়াবাড়ি বলা যায়না।
তবে হাত মোজা,পা মোজা ব্যবহার ,চেহারা সহ পূর্ণ শরীর ঢেকে রাখার পরেও চোখের উপর পর্দা ফেলানোর জন্য স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবেনা।
এক্ষেত্রে বাধ্য করাকে বাড়াবাড়ি বলা যায়।