আসসালামু আলাইকুম ।
আমি আমার স্ত্রীকে একটা কাজ করার জন্য বলছিলাম । সে সেই কাজ করতে রাজি ছিল না। তো আমি তাকে জোর করতেছিলাম তখন আমার স্ত্রী মুখে বলে যে আল্লাহর কসম আমি আজকে উলটা পালটা কিছু করব। তখন আমি আর কিছু বলিনি এবং সে উলটা পালটা কিছু করেনি। এখন আমার প্রশ্ন হল -
১.সে যেহেতু কসম খেয়েছিল উলটা পালটা কিছু করবে কিন্তু করে নি। এর কারনে কি কসমের কাফফারা দিতে হবে?
২.আমি তাকে জোর করার কারণে সে এই কথা বলেছিল। কিন্তু সে কসম খাওয়ার সময় বলেনি যে তুমি এই কাজ করলে আমি এটা করব। সে শুধু কসম করে বলেছিল আমি এটা করব। এর কারনে কি কাফফারা দিতে হবে?