আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
45 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (17 points)
আসসালামু আলাইকুম
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন :

আমার এক পরিচিত ছোট ভাই তার স্ত্রী,  সন্তান এবং তার শালা উমরাহ জন্য যেতে চাইতেছে। তারা সউদী আরবে ২টি অথবা ১টি রোযা রাখতে চাইতেছে।
১. তারা যদি আগে মদিনা গিয়ে থাকে,  রিয়াযুল জান্নাত যায় তারপর মদিনায় আগে ঘুরা শেষ করে তারপর মক্কায় গিয়ে উমরাহ পালন করে কয়েকদিন থেকে দেশে আসে এভাবে উমরাহ পালনে কি কোনো নিষেধ আছে?

২. উমরাহ পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তা’আলা বলেন, 

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর। যদি তোমরা বাধা প্রাপ্ত হও, তাহলে কোরবানীর জন্য যাকিছু সহজলভ্য, তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না, যতক্ষণ না কোরবাণী যথাস্থানে পৌছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কুরবানী করবে। আর তোমাদের মধ্যে যারা হজ্জ্ব ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও, তবে যাকিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানী করাই তার উপর কর্তব্য। বস্তুতঃ যারা কোরবানীর পশু পাবে না, তারা হজ্জ্বের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোযা রাখবে ফিরে যাবার পর। এভাবে দশটি রোযা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশে-পাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাক। সন্দেহাতীতভাবে জেনো যে, আল্লাহর আযাব বড়ই কঠিন। (সূরা বাকারা-১৯৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ওমরাহ শুধুমাত্র মক্কায় করা হয়; তাই একজন মুসলমানের উচিত প্রথমে ওমরাহ করা এবং এরপর মদিনায় উপস্থিত হওয়া। তবে প্রথমে মদিনা সফর করা এবং তারপর ওমরা করা,এটিও জায়েজ আছে,কোনো সমস্যা নেই।
সেক্ষেত্রে মিকাত থেকে পুনরায় ইহরাম বেধে নিতে হবে।

তবে, যদি মদীনা মুনাওয়ারাহ পথে পড়ে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওযাহ জিয়ারত না করে অগ্রসর হওয়া উচিত নয়, কারণ এটি কাসাওয়াত। 

আর যদি মদীনা মুনাওয়ারাহ পথে না পড়ে,সেক্ষেত্রে উত্তম হলো প্রথমে মক্কায় ওমরাহ করবে,তারপর মদীনায় রাসুলুল্লাহ সাঃ এর রওযা মুবারক যিয়ারত করবে।

যাতে সে গুনাহ থেকে মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে হাজির হয়।

الدر المختار: (626/2، ط: سعید)
وزيارة قبره مندوبة، بل قيل: واجبة لمن له سعة. ويبدأ بالحج لو فرضاً، ويخير لو نفلاً ما لم يمر به فيبدأ بزيارته لا محالة، ولينو معه زيارة مسجده، فقد أخبر: "أن صلاة فيه خير من ألف في غيره إلا المسجد الحرام" وكذا بقية القرب.

সারমর্মঃ-
রাসুলুল্লাহ সাঃ এর কবর যিয়ারত করা মুস্তাহাব। তবে হজ্বের কাজ আগে শুরু করবে,যদি তাহা ফরজ হয়। তবে হজ্ব নফল হলে সেক্ষেত্রে ইখতিয়ার রয়েছে।

رد المحتار: (626/2، ط: سعید)
قال في شرح اللباب: وقد روى الحسن عن أبي حنيفة أنه إذا كان الحج فرضا فالأحسن للحاج أن يبدأ بالحج ثم يثني بالزيارة، وإن بدأ بالزيارة جاز، وهو ظاهر إذ يجوز تقديم النفل على الفرض إذا لم يخش الفوت بالإجماع... (قوله: ما لم يمر به) أي بالقبر المكرم أي ببلده، فإن مر بالمدينة كأهل الشام بدأ بالزيارة لا محالة لأن تركها مع قربها يعد من القساوة والشقاوة، وتكون الزيارة حينئذ بمنزلة الوسيلة وفي مرتبة السنة القبلية للصلاة شرح اللباب۔

সারমর্মঃ-
হাজ্বী সাহেবের জন্য উত্তম হলো আগে হজ্ব আদায় করবে,অতঃপর রাসুলুল্লাহ সাঃ এর রওযা মুবারক যিয়ারত করবে। 
তবে যদি কেহ আগে রাসুলুল্লাহ সাঃ এর রওযা মুবারক যিয়ারত করে,সেটিও জায়েজ আছে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এভাবে উমরাহ পালনে কোনো নিষেধ নেই।
তবে মদিনা থেকে আসার সময় মিকাত অতিক্রম করার সময় ইহরাম বাধতে হবে।

(০২)
এমন কোনো শর্ত নেই।

তবে, যেহেতু ওমরাহ শুধুমাত্র মক্কায় করা হয়,মদীনায় ওমরাহ এর কোনো কাজ নেই।
তাই এক্ষেত্রে উত্তম হলো, প্রথমে মক্কায় ওমরাহ করবে,তারপর মদীনায় রাসুলুল্লাহ সাঃ এর রওযা মুবারক যিয়ারত করবে।

যাতে সে গুনাহ থেকে মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে হাজির হতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...