আসসালামু আলাইকুম,
আমি ফেইজবুকের একগ্রুপে একটি মাসালা জানার জন্য পোস্ট করেছিলাম।তা হলো
অনেকদিন আগে আমি আর আমার স্বামী ফোনে কথা বলছিলাম সে খুবই আড্ডাপ্রিয় মানুষ। তোহ ঝগড়ার সময় আমি তাকে বলি হয় আমাদের বাদ দিবা /ছেড়ে দিবা নাহয় আড্ডা বাদ দিবা ছেড়ে দিবা।আমার স্পষ্ট মনে নাই আমি বাদ বলেছি নাকি ছেড়ে দিবা বলেছি। আমাদের বলতে আমি আমার আর আমার ছেলের কথা বলছি। যাতে তালাকের নিয়ত না হয় তাই ছেলেকে ও যুক্ত করছি।আমার স্বামী কি বলেছে আমার সঠিক মনে নাই।সব বাদ দিবো/ দিলাম। নাকি ছেড়ে দিবো /দিলাম আমার স্পষ্ট মনে নাই। অই মুফতি আমাকে জিগ্যেস করলো আপনার মন কোন দিকে ঝুকে। আমি বলছি আমার মনে নাই।উনি বললো ধরলাম ছেড়ে দিলাম বলছে।আপনার উপর এক রজয়ী তালাক পতিত হয়েছে।অই মুহুর্তে আমি তার কথাই মেনে নিয়েছিলাম।তারপর এই খান থেকে জানতে পারলাম যে সন্দেহ এর উপর কোন তালাক হয়না।তালাকের জন্য সন্দেহমুক্ত স্পষ্ট ঘটনা মনে থাকতে হবে।
১)এখন আমি যে প্রথমে তার ফতোয়া মেনে নিয়েছিলাম। এতে কি আমাদের তালাক হয়ে যাবে?ধরে নিয়ে কি কোন ফতোয়া দেয়া যায়? আমার এখন মনে হচ্ছে হয়তো বাদ দিলাম/ দিবো বলেছিল।
২)একদিন আমি রাগ করে বাবার বাড়ি যেতে চাই।আমার স্বামী আমাকে ভয় দেখানোর জন্য বলছে গেলে সম্পর্ক একেবারে শেষ যাবা।সে সম্পুর্ন তালাকের নিয়ত ছাড়া আমাকে আটকানোর জন্য বলেছে। আমি ও তাকে ভয় দেখানোর জন্য বলছি আচ্ছা গেলে আর আসবোনা সে বলছে যাও যাও।যাও কেন।কিন্তু সে আমাকে যেতে দেয়নি আর আমিও যাইনি। এতে কি আমাদের মধ্যে তা*** হয়েছে?
৩)স্ত্রী যদি রাগ করে বলে তোমার সাথে থাকবোনা।সংসার করবোনা।স্বামী যদি বলে থাইকোনা। সংসার না করলে নাই।তালাকের নিয়ত ছাড়া। কারন আমারা কেউই জানতাম না যে এসব কথায় কেনায়া তালাক হয়।এতে কি তালাক হবে?স্ত্রী কিন্তু তালাকের আবেদন করে নাই।এমনিতেই বলছে।
প্লিজ জানাবেন।জাযাকাল্লাহ খায়ের।