আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে( HSC23) এবং আমার পরিবার দ্বীনদার নয়। তবে তারা আলহামদুলিল্লাহ মুসলিম। আমার দুই চাচা NGO (গাক) এ কর্মরত রয়েছেন। কৌশলে তাদের কাছ থেকে আমি জেনেছি তারা সুদ/প্রতিষ্ঠানের অর্থনীতি অংশের সাথে জড়িত৷ তাদের পদবী ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার।
সবাই যে যার কর্মস্থলে থাকে। কিন্তু ইদে পুরো পরিবার একসাথে হওয়া হয়৷ তবে আমার এক চাচার বাসা আমাদের বাসার একদম নিকট, ২ মিনিটের রাস্তা।
প্রশ্ন :
১. আমাদের বাসার নিকটে থাকা চাচাদের বাসায় যাওয়া আসা একদমই নিয়মিত। আমি নানা সময় তাদের বাসায় খাওয়া এড়ি য়ে গিয়েছি। অনেক সময় যখন পারিনা হাতে নেই কিন্তু লুকায়ে ফেলে দেই বা মুখে রেখে ফেলে দেই। কিন্তু গতকাল সেটা সম্ভব হয়নি তাদের বাসায় দাওয়াত ছিল। আমি এবং আমার বাবা মা তাদের বাসায় দুপুরে খেয়েছি। উল্লেখ্য আমি জানতাম সুদের সাথে জড়িত ব্যক্তির বাড়িতে খাওয়া উচিত না।
যেদিন দাওয়াত দিল সেদিন থেকে দোয়া করেছি যেন আমাকে না খাইতে হয় তবে আমার নিজের ত্রুটির কারণে দাওয়াতে গেলাম।
খাওয়ার পর থেকে আমি অশান্তি লাগছে আমার। মনে হচ্ছে এই হারাম খাবার দিয়ে আমার শরীর গঠন হয়ে গেল। আমার ইবাদত আমার দোয়া কবুল হবেনা। আমার সালাত ও এশা এবং ফজর মিস হয়ে গেল , খুবই অশান্তি লাগছে।
আমি এখন কি করবো?
২. আমার বাবারা একসাথে কুরবানি দেয়,চাচারা যেহেতু ওই চাকরির সাথে জড়িত তাহলে আমাদের কুরবানী কি হচ্ছে? আর ওই কুরবানির মাংস খাওয়া হালাল? উল্লেখ আমাদের ভাগের টাকা হালাল।
ইদে বাড়িতে গেলেও চাচাদের বাড়িতে খেতে হয়। আমি অনেক সময় জানার পর চেষ্টা করেছি,এটলিস্ট আমার বাবা মার টাকায় যে খাবার কিনেছি সেটা খাওয়ার কিন্তু এভাবে বেচে থাকা অসম্ভব হয়ে পরে। কারন এক পাকে রান্না।
গত ইদেআম্মুকে বলেছিলাম আমি ওদের খাবার খাবনা ইত্যাদি, কিন্তু রাগ করেছে।
আমার নিজের উপার্জন ও নেই।
৩. ১ নং প্রশ্নের সাথে বলতে চাই,
আমি তাওবা করি যদি আর খাবনা কিন্তু নিয়মিত যাতায়াত হওয়ায় ৯৯ দিন এড়িয়ে গেলেও একদিন বাধ্য হইতে হয়।
আমি বাড়িতেই থাকি।
এ ছাড়া আবার পরিবারের সকল সদস্যই কোোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত হয়তো কেউ লোোন নিয়ে কেউবা ব্যাংংকে টাকা রেখে ইত্যাদি
আমার জন্য দোোয়া করবেন,যেন কোথাও চান্স আর এটলিস্ট আমার মা বাবা কে বুঝায়ে আমার সাহায্য নিতে পারি এবং আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেন যে আমি যেন পুরো পরিবার কে সুদ মুক্ত করতে পারি ইন শা আল্লাহ।