আসসালামু আলাইকুম । একটি স্বপ্ন নিয়ে জানতে চাচ্ছি। আমার মায়ের বয়স ৫০+, নিয়মিত নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত করেন। বিগত কয়েকমাস ধরে যখনই ঘুমাতে যান নামাজ, কুরআন,দোয়া,ওজু রাখা স্বত্বেও স্বপ্নে ১টি করে আরবী আয়াত কেউ force করে মুখস্থ করার জন্য কিন্তু যদি মুখস্থ না করেন তাহলে মাথায় যন্ত্রণা করে প্রচন্ড, মুখস্থ করলে ঘুম ভেঙে যায়। বিশেষ করে আছরের আগে দুপুরের খাবারের পর ঘুমাতে গেলে। ইদানীং মাঝেমধ্যে স্বপ্নে আজান শুনতে পান আর আতংকে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে যান যদিও তিনি নামাজ পড়ে নিয়েছেন।কিছুদিন ধরে হজ্জের বিষয়গুলো দেখেন কিন্তু তাওয়াফ করার দোয়াটা মনে আসে না। আমি স্বপ্নে পাওয়া কিছু আয়াত এমন পেয়েছি তার কাছ থেকে --ইন্না আলা দ্বীনিকা,কালু ইয়্যা বাছিরান ইয়্যা হাদিদ,ফাজাইনা লাহুম লাআর খাইন,মাশাআল্লাহ ইন্না আস আলুকা ইত্যাদি। <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_241207_091506_511.sdocx-->