ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন-
https://www.ifatwa.info/3747
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নাবালক সন্তানের টাকা মায়ের নিজের জন্য খরচ করা বা ব্যবহার করা জায়েয হবে না। হ্যা, সাবালক সন্তানের অন্তরের সন্তুষ্টিতে যদি মা ব্যবহার করতে চায়, তাহলে সেটা জায়েয হবে।
"و لایجوز أن یهب شیئًا من مال طفله و لو بعوض."
(الدر المختار علی هامش رد المحتار ٤/٧٠٧)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মেয়ে বাচ্চা জন্মের পর আত্মীয়-স্বজন হাদিয়া হিসেবে বাচ্চাকে যেসব গহনা দেন, বাচ্চা বালেগ হওয়ার পর তার অনুমতি নিয়ে সেগুলো বাচ্চার মা অন্য কোনো প্রয়োজনে খরচ করতে পারবে কিংবা তারই দ্বিতীয় মেয়ে সন্তানকে সেখান থেকে কিছু দিতে পারবে। তবে সে অনুমতি না দিলে তখন শুধুমাত্র তাকেই দিতে হবে। তা অন্য কাউকে দেয়া যাবে না।