ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"যার গীবত করা হয়েছে সে যদি জানতে না পারে যে তার নামে গীবত করা হয়েছে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াটা জরুরী নয়, শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই হবে।"
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/54510
(২)
বাথরুম অজু বা গোসল করার ক্ষেত্রে কমেডের ডাকনা লাগিয়ে করা যাবে।
(৩)
কোন মেয়েকে জবরদস্তি করে চাহিদা মেটানোর ক্ষেত্রে ছেলেটি অবশ্যই মেয়ের কাছে মাফ চাইবে। এবং সে তার জন্য নির্ধারিত শাস্তি দুনিয়াতেও ভোগ করবে এবং আখেরাতেও ভোগ করবে।
(৪)
দুনিয়ার এক্সামে নকল করার দ্বারা আমানতের খেয়ানতের গোনাহ হবে।
ভবিষ্যতে এগুলো না করার দৃঢ় সংকল্প নিয়ে বর্তমানে পরিত্যাগ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দ্বারাই তাওবাহ হবে।তাওবাহর আলাদা কোনো দু'আ নেই।