আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুজিবুর হুজুর বা এমদাদুল হুজুর এর কাছে অনুরোধ জবাব দেওয়ার জন্য।
আমি নিচের উল্লেখিত এই প্রশ্নের জবাব জুলাই মাসেই পেয়েছি মুস্লিম বাংলায় প্রশ্ন করে কিন্ত অইখানে আমি উল্লেখ করিনাই আমি ওসিডি রোগি শুধু প্রশ্নটাই করেছি তখন উত্তর যেইটা পেয়েছি মেনে নিয়েছি কিন্ত এখন আবার এই প্রশ্ন নিয়ে অনেক চিন্তা আসায় এইখানে প্রশ্ন করলাম আমার জুলায় মাস এর কিছু প্রশ্ন আছে দেখলেই বুজবেন আমার তখন এর অবস্থা। আর আমি মেসেজ এ বলি কথা গুলা আমার বউ কে কিন্ত মুস্লিম বাংলায় প্রশ্ন করার সময় কোন ব্যক্তি যদি তার বন্দুকে... এইভাবে বলে প্রশ্ন করি আশা করি বুজবেন কথা গুলা দেখলেই নিচে উল্লেখিত করলাম:
##একটা প্রশ্ন কোন ব্যক্তি যদি তার একটা বন্দুকে মেসেজ এ বলল কালকে থেকে musterbation /হস্তমৈথুন ইনশাআল্লাহ করা বন্ধ। আর এইটা লেখার সময় তার মনে নানান ওয়াস্বাসা আশে তালাকের যে সে আর musterbate করলে তার বউ তালাক বা শে বিয়ে করলে তার বউ তালাক এমন চিন্তা আশে মনে ওয়াস ওয়াসার জন্য। কিন্তু সে মেসেজ এ শুধু এইটা লেখল তার বন্দু কে ( ইনশাআল্লাহ কালকে থেকে mustarbation করা ওও বন্ধ/ off) আর কিছু লেখা নেই আর মনের মদ্ধে যেই চিন্তা বা ওয়াস ওয়াসা ছিল ওইটা মুখ দিয়া উচ্চারণ ও করেনাই কোন।
১. এতে কি অই ব্যক্তি কথাটা যেইদিন বলল মেসেজ এ তার পরবর্তীতে একদিন mustarbate করে ফেলে এতে কি তার বিবাহ করলে কোন সমস্যা হবে কারন সে তো মুখে উচ্চারন করে নাই আর অই ওয়াস ওয়াসায় মনে জা ছিল তা লেখে ও নাই.. শুদু মনে এইভাবে চিন্তা হওয়াই লেখার সময় কোন সমস্যা তো হবে নাহ পরে যদি mustarbate/হস্তমৈথুন করে অও ফেলে যেহেতু মুখে উচ্চারন করেনাই আর অই কথা গুলা লেখে নাই শুধু (ইনশাআল্লাহ কালকে থেকে mustarbate/হস্তমৈথুন করা ওও বন্ধ/off) এই টুকু লেখসে।
**Alhamdulillah ajka allah amar ato boro akta cinta close korse ar amr uddesho niot ja sotti ooda oo prove korse amr allah in sha allah klk theke musterbate oo off. আমি আমার একটা প্রশ্নের জবাব পেয়েছি (জুলায় মাসে মুজিবুর হুজুর দিছে) ওইটার প্রেক্ষিতে আমি শুধু এই মেসেজ টা দি আমার বউ কে খুশি হয়ে তো আমি শেষ এর কথাগুলা musterbate নিয়ে তার ১/২ দিন এর সময় বা ১/২দিন পরে আমার এই জিনিস বা শেষ এর উপরে bold করা english text গুলার মধ্যে শেষ এর এত টুকু বাক্য লেখায় সন্দেহ চিন্তা হয় আর তখন তাই আমি দেরি না করে যতদ্রুত পারসি বা সোজা কথায় আমি তাড়াতাড়ি প্রশ্নটা করি বাংলায় আমার মেসেজ এর কথা গুলা যেমন হয় তেমন এবং মন এ যা ছিলো বা যতটুকু হয়ত প্রবল ধারনা ছিলো ওই অনুযায়ী বলি কিন্ত মাঝে মধ্যে এখন musterbate করলেও এই কথা মনে (যেহেতু অনেক দিন এর অভ্যাস তাই এইটা বন্দ করতে সময় লাগবে কিছু) আসে বা মনে পড়ে কিন্ত এখন এইটা অনেেকটাই বেশি চিন্তাই আসাই বা অস্তিরতা তৈরি হওয়ায় প্রশ্নটা করলাম। উস্তাদ ওয়াস ওয়াসার রোগি সেচ্ছায় তালা""" দিলে ও তা হবে না বা পতিত হবে না কিন্ত তাও আমার মনে এখন এইটার অস্তিরতা হচ্চে উপরে মনে মনে তালা'''' এর ওয়াস ওয়াসা টা আসাই যে কথা টা বললাম বা উল্লেখ করলাম তা যদি আমি আসলে বলে ও থাকি তখন এখন তো উস্তাদ আমি বিবাহিত,
⚠️আমার বৈবাহিক সম্পর্ক এর মধ্যে কোন রকম এর সমস্যা তো হবে না বা আমার বিবাহিত সম্পর্ক তো ঠিক আছে ?
আমি চাচ্চি না ভাবতে এত আগের প্রশ্ন বা বিষয় নিয়ে আমাকে পরামর্শ আর সমাধান দিবেন হুজুর প্লিস এড়িয়ে যাবেন না উত্তর দিয়ে আমাকে সম্পুর্ন চিন্তা বা পেরেশান মুক্ত করবেন এই প্রশ্ন বা পুরাতন এই বিষয় নিয়ে।