আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
72 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
edited by

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুজিবুর হুজুর বা এমদাদুল হুজুর এর কাছে অনুরোধ জবাব দেওয়ার জন্য। 

আমি নিচের উল্লেখিত এই প্রশ্নের জবাব জুলাই মাসেই পেয়েছি মুস্লিম বাংলায় প্রশ্ন করে কিন্ত অইখানে আমি উল্লেখ করিনাই আমি ওসিডি রোগি শুধু প্রশ্নটাই করেছি তখন উত্তর যেইটা পেয়েছি মেনে নিয়েছি কিন্ত এখন আবার এই প্রশ্ন নিয়ে অনেক চিন্তা আসায় এইখানে প্রশ্ন করলাম আমার জুলায় মাস এর কিছু প্রশ্ন আছে দেখলেই বুজবেন আমার তখন এর অবস্থা। আর আমি মেসেজ এ বলি কথা গুলা আমার বউ কে কিন্ত মুস্লিম বাংলায় প্রশ্ন করার সময় কোন ব্যক্তি যদি তার বন্দুকে... এইভাবে বলে প্রশ্ন করি আশা করি বুজবেন কথা গুলা দেখলেই নিচে উল্লেখিত করলাম:

##একটা প্রশ্ন কোন ব্যক্তি যদি তার একটা বন্দুকে মেসেজ এ বলল কালকে থেকে musterbation /হস্তমৈথুন ইনশাআল্লাহ করা বন্ধ। আর এইটা লেখার সময় তার মনে নানান ওয়াস্বাসা আশে তালাকের যে সে আর musterbate করলে তার বউ তালাক বা শে বিয়ে করলে তার বউ তালাক এমন চিন্তা আশে মনে ওয়াস ওয়াসার জন্য। কিন্তু সে মেসেজ এ শুধু এইটা লেখল তার বন্দু কে ( ইনশাআল্লাহ কালকে থেকে mustarbation করা ওও বন্ধ/ off) আর কিছু লেখা নেই আর মনের মদ্ধে যেই চিন্তা বা ওয়াস ওয়াসা ছিল ওইটা মুখ দিয়া উচ্চারণ ও করেনাই কোন। 

১. এতে কি অই ব্যক্তি কথাটা যেইদিন বলল মেসেজ এ তার পরবর্তীতে একদিন mustarbate করে ফেলে এতে কি তার বিবাহ করলে কোন সমস্যা হবে কারন সে তো মুখে উচ্চারন করে নাই আর অই ওয়াস ওয়াসায় মনে জা ছিল তা লেখে ও নাই.. শুদু মনে এইভাবে চিন্তা হওয়াই লেখার সময় কোন সমস্যা তো হবে নাহ পরে যদি mustarbate/হস্তমৈথুন করে অও ফেলে যেহেতু মুখে উচ্চারন করেনাই আর অই কথা গুলা লেখে নাই শুধু (ইনশাআল্লাহ কালকে থেকে mustarbate/হস্তমৈথুন করা ওও বন্ধ/off) এই টুকু লেখসে।

**Alhamdulillah ajka allah amar ato boro akta cinta close korse ar amr uddesho niot ja sotti ooda oo prove korse amr allah in sha allah klk theke musterbate oo off. আমি আমার একটা প্রশ্নের জবাব পেয়েছি (জুলায় মাসে মুজিবুর হুজুর দিছে) ওইটার প্রেক্ষিতে আমি শুধু এই মেসেজ টা দি আমার বউ কে খুশি হয়ে তো আমি শেষ এর কথাগুলা musterbate নিয়ে তার ১/২ দিন এর সময় বা ১/২দিন পরে আমার এই জিনিস বা শেষ এর উপরে bold করা english text গুলার মধ্যে শেষ এর এত টুকু বাক্য লেখায় সন্দেহ চিন্তা হয় আর তখন তাই আমি দেরি না করে যতদ্রুত পারসি বা সোজা কথায় আমি তাড়াতাড়ি প্রশ্নটা করি বাংলায় আমার মেসেজ এর কথা গুলা যেমন হয় তেমন এবং মন এ যা ছিলো বা যতটুকু হয়ত প্রবল ধারনা ছিলো ওই অনুযায়ী বলি কিন্ত মাঝে মধ্যে এখন musterbate করলেও এই কথা মনে (যেহেতু অনেক দিন এর অভ্যাস তাই এইটা বন্দ করতে সময় লাগবে কিছু) আসে বা মনে পড়ে কিন্ত এখন এইটা অনেেকটাই বেশি চিন্তাই আসাই বা অস্তিরতা তৈরি হওয়ায় প্রশ্নটা করলাম। উস্তাদ ওয়াস ওয়াসার রোগি সেচ্ছায় তালা""" দিলে তা হবে না বা পতিত হবে না কিন্ত তাও আমার মনে এখন এইটার অস্তিরতা হচ্চে উপরে মনে মনে তালা'''' এর ওয়াস ওয়াসা টা আসাই যে কথা টা বললাম বা উল্লেখ  করলাম তা যদি আমি আসলে বলে ও থাকি তখন এখন তো উস্তাদ আমি বিবাহিত, 

⚠️আমার বৈবাহিক সম্পর্ক এর মধ্যে কোন রকম এর সমস্যা তো হবে না বা আমার বিবাহিত সম্পর্ক তো ঠিক আছে ? 

indecisionআমি চাচ্চি না ভাবতে এত আগের প্রশ্ন বা বিষয় নিয়ে আমাকে পরামর্শ আর সমাধান দিবেন হুজুর প্লিস এড়িয়ে যাবেন না উত্তর দিয়ে আমাকে সম্পুর্ন চিন্তা বা পেরেশান মুক্ত করবেন এই প্রশ্ন বা পুরাতন এই বিষয় নিয়ে।

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন। https://courses.iom.edu.bd/courses/waswasa

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...