আমার স্ত্রীর সাথে বিভিন্ন সময়ে ঝগড়া হয়েছিলো, আমি সেসব আমার মা এবং বোন কে আলাদা আলাদা ভাবে বলি, উনাদেরকে সেসব বলার এক পর্যায়ে আমি বলি টাকা থাকলে আমি সম্পর্ক ক্লোজ করে দিতাম, উল্লেখ্য টাকা থাকলে বলতে কাবিনের টাকা পরিশোধকে বুঝিয়েছি, এখন আমার প্রশ্ন হলো
এরকম কথা বলার কারণে কি তালাক পতিত হবে? আমি খুবই দু:শ্চিন্তায় আছি এখন, মানসিক পেরেশানিতে আছি, শাইখ দয়া করে উত্তর টা দিবেন।