আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আমার কাছের একজনের খুব মূল্যবান জিনিস হারিয়েছে যার কারনে সামনে অনেক সমস্যায় পরতে হবে । তো অন্য একটা বিষয়ে হাজিরা দেখাতে গিয়ে হুজুরটা নিজে থেকেই এই হারানো জিনিসটার কথা বলে দিল । যার জিনিস সে এখন  হুজুরটার সাথে কথা বলালে আরেকজনকে দিয়ে হুজুরটা কার কাছে আছে হারানো জিনিসটা তার নামসহ বলে এবং ব্যক্তিটা তার হারানো জিনিসটা ফেরত দিতে চাচ্ছে কিন্তু পারতেছেনা , এমন বলেছেন।
এখন হুজুরটা বলতেছে ১ হাজার টাকা লাগবে তবে উনি এটা নিজের জন্য নিচ্ছে না যাকে দিয়ে করাবেন কাজ তার জন্য নিচ্ছেন ।এবং এই হারানো জিনিসটাও নিয়ে দেবেন
এখন টাকার বিষয় তো না কিন্তু এভাবে হাজিরা দেখা কি জায়েজ?
আর এখন কি এই হারানো জিনিসটা খুঁজে দিতে ঐ হুজুরকে বললে কি এটা জায়েজ হবে ? কুফরী হওয়ার আশংকা থাকবে কি না?
হুজুর কিভাবে খুঁজে দিবেন জানিনা হয়তো জীন দ্বারায় হবে এখন এটাকি শরিয়ত সম্মত কি না?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাজিরা দেখে গাইব বা অদৃশ্যের কোনো সংবাদ কোনো কবিরাজ দিতে পারবে  না। এগুলো অনুমান করে তারা থাক। 
হারানো জিনিষ ফিরো পেতে নিম্নোক্ত আমল করা যেত  পারে। 
(১) বেশী বেশী '' إِنَّاللِّٰهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُوْنَ''  পড়া।

(২) নিম্নোক্ত দু'আ বেশী বেশী পড়া।
'' اَللّٰهُمَّ رَادَّ ِّالضَّالةِ وَهَادِيَ الضَّالةِ أَنْتَ تَهْدِيْ مِنَ الضَّلَالَةِ ، اُرْدُدْ عَلَيَّ ضَالَّتِيْ بِقُدْرَتِکَ وَ سُلْطَانِکَ فَإِنّهَا مِنْ عَطَائِکَ وَفَضْلِکَ''۔ 

(৩) দু' রাকাত সালাতুল হাজত পড়ে নিম্নোক্ত আয়াত বেশী বেশী করে পড়বেন।
 ﴿ يابُنَيَّ إِنَّهَآ إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ﴾  

﴿ رَبَّنَا اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ﴾

سورۃ والضحی 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
উপরোক্ত আমলগুলো করার পাশাপাশি  এভাবে হাজিরা দেখা কি জায়েজ?
আর এখন কি এই হারানো জিনিসটা খুঁজে দিতে ঐ হুজুরকে বললে কি এটা জায়েজ হবে ? কুফরী হওয়ার আশংকা থাকবে কি না?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...