আমার আম্মার বন্ধক রাখা চুড়ি খালাস করার জন্য আমার হাসবেন্ড এর যাকাত এর টাকা দিতে পারব? মা অনেক বার অনুরোধ করে খালাস এর জন্য,
আমি আগে একবার দিয়েছিলাম খালাস করে, তবে আমার ভাই ঝামেলা করে বিভিন্ন হারাম কাজের জন্য আবার জোড় করে বন্ধক দিয়ে টাকা নিয়েছে,
তাই মা বাধ্য হয়েছে বিসয় টায়, বাবা বেচে নেই।
আমার মায়ের কোনো ইনকাম সোর্স নেই।