আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+3 votes
23 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)

সালামা ইবনুল আকওয়া’ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাঁচিদাতার উত্তর দিতে হবে তিনবার, এর অধিক বার হাঁচি দিলে সে ঠান্ডায় আক্রান্ত। [ইবনে মাজাহ:৩৭১৪]

কেউ তিনবারের বেশি হাঁচি দিলে সে ঠাণ্ডায় আক্রান্ত? এমন তো নাও হতে পারে!? আল্লাহ মাফ করুন। এই হাদিস দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে?

1 Answer

0 votes
ago by (592,110 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উক্ত হাদীসে হাসিদাতা অসুস্থ কি না? সেটা বুঝানো উদ্দেশ্য নয়। বরং এটা বুঝানো উদ্দেশ্য যে, কতবার একজন হাসিদাতার হাসির জবাব দেওয়া যাবে? সর্বমোট তিনবার হাসিদাতার হাসির জবাব দেওয়া সুন্নতে মুওয়াক্কাদা বা ওয়াজিব। তিনবারের বেশী কারো হাসি আসলে, এবং সে দু'আ পাঠ করলে তখন আর সুন্নত বাকী থাকবে না বরং মুস্তাহাব হিসেবে পরিগণিত হবে। তখন কেই হাসি দিলে জবাব দেয়া বা না দেয়া উভয়টিরই রুকসত থাকবে। 

মুল্লা আলী কারী রাহ, মিশকাত গ্রন্থের ব্যাখ্যাগ্রন্থ মিরকাতুল মাফাতিহ গ্রন্থে ৪৭৩৬ নং হাদীসের ব্যখ্যায় লিখেন, যে 
إِذْ حاصل الحديث أن التشميت واجب أو سنة مؤكدة على الخلاف في ثلاث مرات، وما زاد فهو مخير بين السكوت وهو رخصة، وبين التشميت وهو مستحب والله أعلم........الي ان قال...... قال النووي: يعني أنت لست ممن يشمت بعد هذا؛ لأن هذا الذي بك مرض، ويوافقه في التثليث ما رواه أبو داود، عن أبي هريرة مرفوعا " «إذا عطس أحدكم فليشمته جليسه فإن زاد على ثلاث فهو مزكوم»  " ولا يشمت بعد ثلاث أي: لا يجب تشميته بعد ثلاث؛ لأنه غير جائز لما سبق
وفي شرح مسلم للنووي فإن قيل: إذا كان مريضا فكان ينبغي أن يدعى له؛ لأنه أحق بالدعاء من غيره، فالجواب أنه يستحب أن يدعى له، لكن غير دعائه للعاطس، بل دعاء المسلم للمسلم بالعافية والسلامة، ونحو ذلك. ولا يكون من باب التشميت. قلت: بل إنما قال ذلك ليعرف أن التشميت متى يجب ومتى لم يجب، فلو دعا له بالعافية والسلامة ونحوهما، ربما يتوهم أن في المرة الثانية أو الثالثة يدعى له بالسلامة ونحوها، فيدخل تحت الوجوب، وأما الدعاء بالصحة فمن المستحبات المعلومة، مع أن الزكام محمود يخرج كثيرا من الأسقام


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (5 points)
proshner uttor holo na.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...