আর যদি পঞ্চম রাকায়াতের সিজদা করে ফেলে অথবা ফজরের সালাতে দ্বিতীয় রাকায়াতে না বসে; তৃতীয় রাকায়াতে সিজদা করে নিলো; কিংবা মাগরিবের তৃতীয় রাকায়াতে না বসে; চতুর্থ রাকায়াতে সিজদা করে নিলো, তবে এসব অবস্থায় ফরজ বাতিল হয়ে যাবে। মাগরিব ব্যতীত অন্যান্য সালাতে আরো এক রাকায়াত মিলিয়ে সালাত শেষ করতে হবে।
(কিতাবুল ফিকহ ১ম খন্ড, পৃষ্ঠা-১৮৪)
এ মাসআলার ক্ষেত্রে,
একদম শেষের লাইনে কি বলা হয়েছে উস্তাদ? পঞ্চম রাকায়াতে সিজদাহ্ দিলে, পঞ্চম রাকায়াতের পর আরোও এক রাকায়াত মিলিয়ে মোট ছয় রাকায়াত সালাত আদায় করতে হবে কি?
এরূপ ফরজ সালাত যদি বাতিল হয়ে যায়, তাহলে কি তা নফল হিসেবে গণ্য হবে? তখন কি আবারও ফরজ সালাত নতুন করে আদায় করব?