আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আর যদি পঞ্চম রাকায়াতের সিজদা করে ফেলে অথবা ফজরের সালাতে দ্বিতীয় রাকায়াতে না বসে; তৃতীয় রাকায়াতে সিজদা করে নিলো; কিংবা মাগরিবের তৃতীয় রাকায়াতে না বসে; চতুর্থ রাকায়াতে সিজদা করে নিলো, তবে এসব অবস্থায় ফরজ বাতিল হয়ে যাবে। মাগরিব ব্যতীত অন্যান্য সালাতে আরো এক রাকায়াত মিলিয়ে সালাত শেষ করতে হবে।
(কিতাবুল ফিকহ ১ম খন্ড, পৃষ্ঠা-১৮৪)

এ মাসআলার ক্ষেত্রে,
একদম শেষের লাইনে কি বলা হয়েছে উস্তাদ? পঞ্চম রাকায়াতে সিজদাহ্ দিলে, পঞ্চম রাকায়াতের পর আরোও এক রাকায়াত মিলিয়ে মোট ছয় রাকায়াত সালাত আদায় করতে হবে কি?

এরূপ ফরজ সালাত যদি বাতিল হয়ে যায়, তাহলে কি তা নফল হিসেবে গণ্য হবে? তখন কি আবারও ফরজ সালাত নতুন করে আদায় করব?

1 Answer

0 votes
by (603,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ভুলক্রমে দাড়িয়ে গেলে পরবর্তী রা'কাতের সিজদা দেয়ার পূর্বে স্বরণ হয়ে গেলে বৈঠকে ফিরে এসে সাহু সিজদা দিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে। সাহু সিজদা দেয়ার পর আবার তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ে সালাম ফিরাতে হবে। আর পরবর্তী রাকাতের সিজদা দিয়ে দিলে তখন আরো এক রাতাক মিলিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে। 
আর শেষ বৈঠক না করে দাড়িয়ে গেলে তখন ঐ নামায ফাসিদ হয়ে যাবে। কেননা শেষ বৈঠক ফরয।   যদি কেউ শেষ বৈঠক না করে, আরো দুই রাকাত মিলিয়ে নেয়, তাহলে শুধুমাত্র শেষ দুই রাকাত নফল হিসেবে বিবেচিত হবে।পূর্ববর্তী রাকাত সমূহ ফাসিদ বলে গণ্য হবে। মাগরিবের ফরয তিন রাকাতের বেলায়ও শেষে দুই রাকাত মিলাতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 98577 

 الدر المختار: (87/2، ط: دار الفکر)
وإن قعد في الرابعة) مثلا قدر التشهد (ثم قام عاد وسلم) ولو سلم قائما صح؛ ثم الأصح أن القوم ينتظرونه، فإن عاد تبعوه (وإن سجد للخامسة سلموا) لأنه تم فرضه، إذ لم يبق عليه إلا السلام (وضم إليها سادسة) لو في العصر، وخامسة في المغرب: ورابعة في الفجر به يفتى (لتصير الركعتان له نفلا) والضم هنا آكد، ولا عهدة لو قطع، ولا بأس بإتمامه في وقت كراهة على المعتمد (وسجد للسهو)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আফওয়ান উস্তাদ, বিষয়টি আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি। ফরজ ভুলক্রমে পাঁচ রাকাত পড়ে সিজদা দিয়ে ফেললে কি সাথে আরো এক রাকাত যোগ করে, মোট ছয় রাকাত সালাত আদায় করব?
এবং তারপরে পুনরায় চার রাকাত ফরজ পড়ব?
by (603,000 points)
জ্বী, আরো এক রাকাত মিলাতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...