আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আমি আজকে স্বপ্ন দেখি আমার খালা আসছে আমাদের বাসায় বেড়াতে।সেদিন মা কয়েক আইটেমের সবজি রান্না করেছে।সকালে খাবার খওয়ার পরে খালা বলতেছে দুপুরে আমি এগুলো দিয়ে খাব না।এটা বলে আমার আম্মার(কাকি) বাসায় গেছে।আমি আমার খাবার শেষ করি এবং মা দুপুরের জন্য ডিম ভুনা করে রেখেছে আমি খেয়াল না করে মাকে বার বার বলতে ছিলাম মা খালা কিন্তু দুপুরে শুধু সবজি খাবে না।মা দুপুরের টা রান্না আছে মিটসেল্ফের নিচের তাকে দেখ।এরপর আমি দ্রুত আমার আম্মার বাসায় যাই খালা ঠিক মতো গিয়েছে কী না দেখার জন্য। খালা অনেক বয়স্ক মানুষ খুব ধীরে হাটতেন।সেখানে গিয়ে আমিও কী কী যেন কাজ করি এর মধ্যে খালা আমাদের ঘরে চলে আসে।একটু পরেই আমি খালার গগনবিদারী চিৎকার শুনতে পাই।মনে হচ্ছিল কেও খালাকে লোহার শিক দিয়ে মারতেছে বা গলা চিপে ধরেছে।আমার হাতে কাজ থাকায় তৎক্ষনাৎ যেতে পারিনি, এর কয়েকসেকেন্ড পরপরই আমি দৌড়ে আসি এসে দেখি খালা নেই। মনে হলো খালাকে বাসা থেকে বের করে দিয়েছে অথবা মেরে লুকিয়ে রেখেছে।ঘরে যেয়ে আমি আমার বড়ো আপুকে দেখে খুব রাগান্বিত হই এবং ওকে জিজ্ঞেস করি আমার খালা কোথায়? ও বলে আমি জানি না।আমি বলি- তুই জানিস না মানে?ঘরে একমাত্র তুই ছিলি তাহলে আর কে জানে?সত্যি করে বল খালাকে কী করেছিস।এতো দ্রুত খালা কোথায়ও যেতে পারবে না।এরপর আমি দা নেই হাতে আর বলি- আগে বল তুই কোথায় রেখেছিস?আমার আপু দুষ্ট হাসি দেয় শুধু আর কিছু বলছে না।আবার বলি তোকে আজকে আমি মেরেই ফেলব যদি সত্যি না বলিস।এরপর আপু খাবার রুমে প্লেটের মধ্যে ময়লা পানিতে মাথা দিয়ে শুয়ে আছে আর রহস্য জনক হাসছে।এরমধ্যেই আমার ঘুম ভেঙে যায় সকালের দিকে।তখন সকাল ১০ টা বাজে সম্ভবত।( স্বপ্ন ভয় ছিল না তবে খুব রাগান্বিত ছিলাম আপুর উপর আর খালাকে না পাওয়ার ভয়ে)ঘুম ভাঙার সাথে সাথেই দেখি আমার আপু কল দিয়েছে
বি.দ্র : ★আমার খালা মৃত ৩-৪ বছর আগে মারা গেছেন।
স্বপ্নে আরও দেখেছি মনে নেই,,এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে?আমার করনীয় কী উস্তায?