আসসালামু-আলাইকুম,
আমার বয়স ২২ বছর। আমি খুবই গরীব অসহায় মানুষ,রিক্সা চালাবো এই নিয়তে একটি রিকশা কিনতে যাই, আমার কাছে ৬৮,০০০ টাকা ছিলো, সেখানে রিকশা বিক্রেতা আমাকে, ৭৪০০০ দাম বলে একটি রিকশা,তখন আমি ৬৮,০০০ বলাতে সে আমাকে বলে এই দামেতো দেওয়া সম্ভব না, আপনি একটা কাজ করেন আপনি ৬৮,০০০ টাকা দেন, আর বাকি ৬ হাজার টাকা পরে দিয়েন, আমাকে সে রিকশা টপ ক্লাস রিকশার পার্টস ১ নাম্বার এইসব বলে রিকশা ধরিয়ে দেয় ৬৮,০০০ টাকাতেই, আর বলেযে বাকি ৬০০০ দিয়ে দিয়েন কেমন,
কিন্তু বাসায় আনার পরে নতুন রিকশা ১/২ দিন চালানো পরেই, রিকশা লক্কর ঝক্কর শুরু করসে, ঝালাই ছুটে গেসে, রঙ একাকী উঠে যায়, রঙ তো যেনো মনে হয় পলিথিনের আবরন,নতুন রিকশা আমি কিনেছি, কারন নতুন মানে তো নতুনই, এটা নিয়ে আমি মিস্ত্রির কাছে যাবো কমপক্ষে ৬ মাস পরে, কারন আজকে বাজার থেকে নতুন গাড়ি আনলে নষ্ট হবে পুরানো হলে, কিন্টু তার দেওয়া গাড়িতে নানাবিধ সমস্যা,
তারপর তার গাড়ী আনার পর থেকে এখন পর্যন্ত মাত্র ২/৩ দিনেই গাড়ি ঠিক করতে হইসে ২/৩ বার,, গাড়ি মনে হয়না ২ মাসও ভালো ভাবে চালানো যাবে এখনই যেই লক্কর ঝক্কর শুরু করে দিসে,
আমি গাড়ি যার থেকে কিনেছি তাকে ৭/৮ টা ফোন দিসি, সে ফোনই ধরে না, শেষ মেষ একবার ধরসে ধইরা বলে যে আমি ব্যস্ত আছি বাইক চালাইতাসি, এইযে সে আমার থেকে ৬০০০ টাকা পায় তার কোন আসেই যায়না সে না আমাকে ফোন দেয়, না আমার ফোন ধরে, লাগে যেনো আমাকে ফালতু ২ নাম্বার গাড়ি ধরায়া দিসে তার দায়িত্ব শেষ,
আমাকে সবাই বলতেসে, সে গাড়ির কোন কিছুই ভালো দেয়নাই, নতুন গাড়ির টায়ার দিসে পুরানো, নতুন গাড়ির টিউব ২ দিন যায়নাই ব্লাস্ট হয়ে গেসে, আরো অনেক সমস্যা,
এখন সবাই বলতেসে আমাকে সে যে বাকি ৬০০০ টাকা আমার থেকে পায় এটা তাকে দিতে না। সে আমাকে ঠকাইসে ৬৮,০০০ টাকায় আমার কাসে গাড়ি বিক্রি করসে এটাতেঈ তার অনেক লাভ হইসে, বাকি ৬০০০ দিয়া নাকি তার আসে যায়না, নাহয় সে আমাকে গাড়ি দিতো না, কারণ সে আমাকে চিনেও না যানেও না৷
এখন সব কথার শেষে আমার প্রশ্ন এটাই, আমার কি করা উচিত,? হুজুর,?
আমার কি টাকা দেওয়া উচিত ৬০০০ ণাকি না দেওয়া উচিত, আমাকে তো সে ঠাকাইসে, ভালো পন্য বইলা ২ নাম্বার পন্য দিসে, আবার সে আমার থেকে যে টাকা পায় তা নিয়া তার বিন্দু পরিমান মাথা ব্যথা নাই, কিন্তু আমার এটাই জানা দরকার যে আমিকি টাকা না দিলে গুনাহগার হবো,?
আমার কি তাকে টাকা দেওয়া উচিত,? নাকি না,?
উপরের সকল পরিস্থিতি বিবেচনা করে আমাকে উত্তর টা জানাবেন প্লিজ।
জাজাকাল্লাহ-খইরান।