জবাব
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসেবে জানা সত্ত্বেও যদি ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকে তবে আল্লাহ ঐ ব্যক্তির হায়াত কমিয়ে দিবেন।
এমন কথা ইসলামে নেই।
,
সুরা নাহলের ৬১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ لَوۡ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلۡمِهِمۡ مَّا تَرَکَ عَلَیۡهَا مِنۡ دَآبَّۃٍ وَّ لٰکِنۡ یُّؤَخِّرُهُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّ لَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۶۱﴾
আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের যুলমের কারণে পাকড়াও করতেন, তবে তাতে (যমীনে) কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন এক মুহূর্তও পেছাতে পারে না, এবং আগাতেও পারে না।
এটি মহান আল্লাহর সহনশীলতা এবং তাঁর হিকমত ও সুকৌশলের দাবী যে, তিনি পাপ করতে দেখেও নিজ অনুগ্রহ ছিনিয়ে নেন না অথবা সত্ত্বর পাকড়াও করেন না। পক্ষান্তরে যদি তিনি পাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকড়াও শুরু করেন, তাহলে যুলুম, পাপ, কুফরী ও শিরক পৃথিবীতে এত ব্যাপক হয়ে গেছে যে, কোন জীবই অবশিষ্ট থাকত না। কারণ যখন পাপ ব্যাপক হয়ে পড়ে, তখন আযাবে সৎ লোকদেরকেও ধ্বংস করে দেওয়া হয়। তবে তারা পরকালে আল্লাহর নিকট পুরস্কারপ্রাপ্ত হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে। (দ্রঃ বুখারী ২১১৮, মুসলিম ২২০৬, ২২১০নং)
,
আরো জানুনঃ
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
"কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসেবে জানা সত্ত্বেও যদি ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকে তবে আল্লাহ ঐ ব্যক্তির হায়াত কমিয়ে দিবেন।" এই বাক্যটিকে সমর্থন করে এমন কোনো কুরআনের আয়াত কিংবা হাদিস নেই।
,
ইসলামী স্কলারদের কারো কোনো মত পাইনি।