আসসালামুআলাইকুম,
আমার বিয়ের কাবিন নামায় ১৮ নাম্বার কালামে হ্যাঁ লেখা থাকায়,আমি ভেবেছি আমাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে,আমি মনে করতাম, তালাকের অধিকার স্বামী চাইলে ফেরত নিতে পারে,তাই আমি আমার স্বামীকে বলেছি,আপনি আমার থেকে আপনার তালাকের ক্ষমতা ফেরত নিয়ে নিন।তখন আমার স্বামী বলেছে,"আমি কাবিনে তোমাকে যে তালাকের ক্ষমতা দিয়েছি,সেই তালাকের ক্ষমতা ফেরত নিলাম।" কিন্তু পরে জানতে পারি,কাবিনে সাইন করার সময় আমার স্বামী ১৮ নাম্বার কলাম সম্পর্কে কিছু না জেনে সাইন করেছে।অর্থাৎ ১৮ নাম্বার কলামে যে মহিলাদের তালাকের অধিকার দেওয়ার যায়,সেটা কিছুদিন আগে আমার থেকে জেনেছে।আগে এসব কিছুই তিনি জানতেননা এবং আমিও জানতামনা।তাই কাবিনে আমি তালাকের অধিকার পাইনি।
প্রশ্ন 1,আমাকে আমার স্বামী কাবিনে তালাকের ক্ষমতা যে দেয়নাই ,বিষয়টি না বুঝতে পারার কারনে,না জানার কারনে,কিছুদিন আগে তালাকের ক্ষমতা আমার থেকে ফেরত নেওয়ার সময় বলেছে,"কাবিনে তোমাকে যে তালাকের ক্ষমতা দিয়েছি,সেই ক্ষমতা ফেরত নিলাম।"এখন উনার আমার থেকে ক্ষমতা ফেরত নেওয়ার সময় এমন ভুল কথা বলার দ্বারা অর্থাৎ কাবিনে ক্ষমতা না দিয়েও এমন ভুল কথা বলে ফেলার দ্বারা যেমন-"কাবিনে তোমাকে যে তালাকের ক্ষমতা দিয়েছি," এমন ভুল কথা বলে ফেলার কারনে কি আমার কাছে নতুন করে তালাকের ক্ষমতা চলে আসবে?অথচ তিনি তো অধিকার দেওয়ার নিয়তে কথাটি বলেননি,বরং অধিকার ফেরত নেওয়ার নিয়তে কথাটি বলেছেন।
প্রশ্ন 2:তিন চারদিন এভাবে না জেনে তালাকের ক্ষমতা আমার থেকে ফেরত নেওয়ার সময় এমন ভুল কথা বলে ফেলার দ্বারা, তিন চারবার কি আমার কাছে নতুন করে ক্ষমতা চলে আসবে?
দয়া করে জানাবেন