আসসালামু আলাইকুম।
আমি একাদশ শ্রেণীতে পড়ি ( জেনারেল লাইনের স্টুডেন্ট)। কলেজে ইতিমধ্যে ব্যবহারিক ক্লাস নেওয়া শুরু হয়ে গিয়েছে। জীববিজ্ঞানের ২টা পত্রের ২য় পত্রটি হচ্ছে - " প্রাণিবিজ্ঞান"
তো,প্রাণিবিজ্ঞান ব্যবহারিক ক্লাসের প্রথম দিনই মেডাম আমাদের বিভিন্ন প্রাণী ( যেমন: হাইড্রা,জেলী ফিশ,ফিতাকৃমি, কেঁচো,চিংড়ি,শামুক,ঝিনুক ইত্যাদি) প্রেক্টিকেল খাতায় এঁকে নিয়ে আসার জন্য বলছেন।
আমার জানা মতে,
একজন মুসলমানের জন্য প্রাণীদের ছবি আঁকা ইসলামি শরিয়তে নিষেধ।
কিন্তু যেহেতু আমাকে প্রেক্টিকেল করতেই হবে সেক্ষেত্রে আমার কী করণীয়?
হয় -
১) আমাকে প্রাণীর ছবি আঁকতে হবে কিন্তু তা আমার জানা মতে আঁকা যাবে না।
২) বিধর্মী কাউকে দিয়ে আঁকাতে হবে ( কিন্তু তেমন কোনো "কাছের" বিধর্মী ফ্রেন্ড নেই)। কিন্তু এক্ষেত্রে আমি অন্য কাউকে দিয়ে নিজের কাজ করিয়ে আমার বলে চালিয়ে দেওয়াকে একধরণের প্রতারণা বলে মনে হচ্ছে।
এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিতে আমার করণীয় কি?