السلام عليكم و رحمة الله و بركاته
আজকে ফজরের পর স্বপ্নে দেখছি যে আমার এখানে অনেক মানুষ আসছে তালিমের জন্য আমি খেদমত করতিছি, তারপর তালিম দিচ্ছি!
(উল্লেখ্য আমাদের বাসায় তালিমে গড়ে ১৫-২০জন মতো উপস্থিত হয় আলহামদুলিল্লাহ,তার চেয়েও বেশি মানুষ সুবহান'আল্লাহ)
উনারা সবাই চলে যাওয়ার পর একজন হিন্দু মহিলা আসছে আমার কাছে উনার মেয়েকে পড়ানোর জন্য! উনি আড়াল থেকে তালিমে আমার কথা শুনছিল মেইবি,
উনি বলতেছে, উনি টিচারের ক্ষেত্রে অনেক দেখে শুনে তারপর রাখে,উলটা পালটা কোন কিছুর প্রভাব যেন উনার মেয়ের উপর না পড়ে, বিশ্বাসটাকে অনেক সংরক্ষণ করে, আমি কাজ করতেছি আর উনার কথা শুনতেছি।
তারপর আমি বলছি, আমি তো মুসলিম,তাও প্রেক্টিসিং মুসলিম, চেষ্টা করি দ্বীনের সর্বোচ্চটুকু নিজের মধ্যে ধারণ করার। এর পর আর কথা শেষ করতে পারিনি, উনাকে কেউ ডাকছিল উনি তাড়াতাড়ি চলে গেছিলেন।তারপর উনি চলে যাওয়ার পর পাশে কে জানি ছিল উনার দিকে তাকায়ে অবাক করা ভঙ্গিতে আমি বলতিছি, তাও পড়াইতে চাচ্ছে,সুবহান'আল্লাহ?
তালিমে সবাই চলে যাওয়ার পর সব কাজ শেষ করে আসছি, রুমে বিছানায় শুয়ছি, দেখতিছি সাড়ে ৬টা বাজে আমাদের গ্রুপের কোন একটাতে (ঠিক মনে নাই) একটা মাজলিস শুরুয়াতের দু'আ আছে না ওইটা একটা বোন পড়তেছে। কিন্তু ওইখানে কেউ ছিল না শুধু উনি একা জয়েন করছিল।
আমার পাশে ছোট ভাইয়া ছিল,হেড ফোন ছিল না, সাউন্ড বড় হয়ে যাচ্ছে দেখে তাই আমি ক্লাস করি নাই,বের হয়ে গেছিলাম!
উল্লেখ্য আমরা ৪জন একজন আলেমের আন্ডারে অনলাইন অফলাইনে বোনদের কাজ করি, তো উনি আমার সাথী বোন ছিলেন!
এখন এটার ব্যাখ্য কি...?
কোন নাসিহাহ আছে কিনা বা কোন আমল?