السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাদ,
আমার নানুর মেয়ের(অর্থাৎ আমার আন্টি) জামাই কি আমার নানুর জন্য মাহরাম হয়ে আমার নানু হজ্জ করতে পারবে?(আমার আন্টি-আন্টির জামাই- নানু - নানুর বোন) একইভাবে আমার নানুর বোন(খালা শাশুড়ী) কি আমার আন্টির জামাইয়ের জন্য মাহরাম হবে?-সে হিসেবে আমার নানুর বোনের হজ্জের সফর মাহরামের সফর হিসেবে বিধান সাব্যস্ত হবে?
আমার নানুর বোন কি আমার জন্য(আমি নাতী হিসেবে) মাহরাম?
এখানে আরেকটা প্রশ্ন থাকে,
যদি মাহরাম না হয়, তাহলে একত্রে বিয়ে জায়েজ নয় হাদীসের স্পষ্ট ভাষ্য,- খালা শাশুড়ী/মামী শাশুড়ী(আমাদের সমাজে বলা হয় যেভাবে)মাহরাম না হওয়ার বা সাময়িক মাহরাম গণ্য হওয়ার কারণ কি তাহলে?
বিস্তারিত জানানোর অনুরোধ,
জাযাকাল্লাহু খাইরান।