আমরা জানি, নামাজে প্রথম রাকাতে তুলনামূলক বড় সূরা এবং পরবর্তী রাকাতে তুলনামূলক ছোট সূরা পড়তে হয়। সেইসাথে সূরার সিরিয়ালও ঠিক রাখতে হয়। (আমার জানার ভুল থাকলে শুধরে দিবেন ইনশাআল্লাহ্) তো এক্ষেত্রে আমরা সূরা লাহাব ও সূরা ইখলাস দুই রাকাতের জন্য নির্বাচন করতে পারি এবং সূরা ফালাক ও নাস পরপর দুই রাকাতের জন্য পড়তে পারি। কিন্তু কেউ যদি এটা না মানে, তাহলে কি নামাজ ভুল হবে? বিশেষ করে ফরজ নামাজে সে যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস মিলিয়ে পরের রাকাতে সূরা ফালাক মিলায়? সে না জেনেই এটা করেছে।