আসসালামুআলাইকুম
প্রশ্ন1,স্ত্রী যদি রাগ করে অন্য ঘরে চলে যাব বলে এবং স্বামী যদি উত্তরে বলে যাও তোমার যেভাবে ভালো লাগে,যেভাবে তুমি শান্তি পাও,স্বামী যদি এভাবে স্ত্রীকে যাওয়ার কথা তালাকের অধিকারের নিয়তে বলে থাকে,আর স্ত্রী যদি ঐ মজলিসে স্বামীকে জবাব দেয় যে,আপনি আমাকে অন্য কোথাও চলে যাওয়ার কথা বলেন কেন?(অর্থাৎ স্ত্রী স্বামীর এমন কথায় রাজি না থাকার কারনে কষ্ট পেয়ে বলেছে,আমাকে অন্য ঘরে যেতে বলেছেন কেন?)তখন স্বামী যদি বলে,তুমি যেতে বলার কারনে বলেছি।তাহলে কি স্ত্রীর রাজি না থাকার বিষয়টি এভাবে ইঙ্গিতে প্রকাশ করার দ্বারা কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
প্রশ্ন 2,স্বামী কেনায়া বাক্যে স্ত্রীকে অতীতে তালাকের অধিকার দেওয়ার মত কোন কথা বললে,স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞেস করে,আপনি কথাটি কি তালাকের অধিকারের নিয়তে বলেছেন? তখন স্বামীও যদি সন্দেহের মধ্যে পড়ে যায়,আসলে কোন নিয়তে বলেছে,যেহেতু অতীতের কথা ,স্পষ্টভাবে মনে নেই, কোন নিয়তে বলেছে,তাহলে কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
প্রশ্ন 3,আর যদি স্বামী স্ত্রীকে অতীতে কেনায়া বাক্য দ্বারা তালাকের অধিকার দিয়ে থাকে,অথচ ভুলে গিয়েছে,ভুলে যাওয়ার কারনে তার মনে নেই অধিকার দিয়েছে কিনা।এখন এভাবে স্বামীর ভুলে যাওয়ার কারনে স্ত্রী যদি তালাকের কোন কথা বলে তাহলে কি তা কার্যকর হবে?
দয়া করে জানাবেন