আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তাজ।
নামের অর্থগুলো জানাবেন প্লিজ। নামের অর্থ বা নামের প্রভাব সম্পর্কিত জ্ঞান টা আমাদের আগে জানা ছিলো না।সুন্নাহ মতে নাম গুলো রাখা হয়নি। বা আকীকার আগে পরে নাম ঠিক করা হয়েছিলো। কিছু বিষয় জানার পর ভুল নামের জন্য আফসোস ও হীনমন্যতা কাজ করছে।
প্রত্যেকে বয়সে বড় হয়ে গেছে। সব রকম সার্টিফিকেটে এই নাম চলছে। পরিবর্তনে অনেক ঝামেলা এবং অর্থ ব্যয় লাগবে জেনে পরিবর্তন করাও আর হয়নি।
•এক্ষেত্রে করণীয় কি?
•নতুন নাম রাখলে মুখে ডাকলেই যথেষ্ট কি? নাকি সার্টিফিকেট ও পরিবর্তন করা জরুরি?
(জাযাকাল্লাহু খইরান)
১.মুনিয়া হোসেন (বাবার নামের টাইটেল সহ)
২.তাহসী সামিরা
৩.তাহান্নুম শাহারা
৪.তানহা বিনতে মিমো (বিনতে এর পর বাবার নাম রাখা হয়নি)
৫.আবদুল্লাহ আল নুহান