আসসালামু আলাইকুম।
(০১)
এখানকার শপিং এপস গুলোতে দেখা যায় রেগুলার চেকইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়, এই পয়েন্ট ইউজ করে পরের শপিং এ ডিস্কাউন্ট নেয়া যায়, এটা হালাল হয়?
(০২)
আবার সুপারশপগুলোতে গিয়ে বাজার করলে পে করার সময় ওদের এপস স্ক্যান করলে রেগুলার কাস্টমার হিসেবে মাঝে মাঝে পয়েন্ট এড হয়। এই পয়েন্ট দিয়ে কিছু কিনা যায় ওদের দোকান থেকে।
(০৩)
আরেকটা শপিং এপসে চেকিং পয়েন্টকে ওরা কয়েন ডাকে, আর ওদের একটা গেমস আছে ভার্চুয়াল গাছে পানি দেয়ার, গাছ বড় হলে তখন ক্যাশ ভাউচার দেয়।এগুলা ইউজ করলে হারাম হবে নাকি হালাল কিন্তু অনুচিৎ টাইপ?