#হুজুর youtube এ কুরআন তিলাওয়াত শুনা অবস্থায় বা শুনার সময় মনে মনে আমানতুবিল্লাহি,আস্তাগফিরুল্লাহ বলতে বা পড়তে থাকলে বা পড়লে কি গুনাহ হবে কোন?
#আর হুজুর মাঝে মধ্যে আল্লাহকে এমন লেখতে গিয়ে অনেক সময় আল্লাহ কে এমন হয়ে যাই মানে এইভাবে স্পেস দেওয়ার কারনে বা স্পেস হয়ে যাওয়ার কারনে কথা বা বাক্যটা অন্য রকম বুজাই যেমন আল্লাহ কে এমন বুজাই (আল্লাহ মাফ করুক) তো এতে ইমানে কোন সমস্যা বা কোন গুনাহ হবে?
উত্তর গুলা দ্রুত দিলে চিন্তা মুক্ত হতাম। জাযাকাল্লাহ খায়ের।