জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো মাল হস্তগত করার পূর্বে বিক্রয় বাতিল।
হাদীস শরীফে এসেছেঃ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبيعُهُ حَتَّى يَسْتَوْفِيَهُ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্য ক্রয় করবে, সে তা পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৩৪ ; ক্রয়-বিক্রয়, অধ্যায় ৫১, হাঃ ২১২৬; মুসলিম, পর্ব ২১; ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৮, হাঃ ১৫২৬
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَمَّا الَّذِي نَهى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلاَّ مِثْلَهُ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, তা হল অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রয় করা। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, আমি মনে করি, প্রত্যেক পণ্যের ব্যাপারে অনুরূপ নির্দেশ প্রযোজ্য হবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৩৪: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৫৫, হাঃ ২১৩৫; মুসলিম, পর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৮, হাঃ ১৫২৫
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত কোনো ছুরতেই যেহেতু বিক্রেতার হাতে বা তার আয়ত্ত্বে পন্য নেই,তাই পন্য হাতে/আয়ত্ত্বে আসার আগেই এ ধরনের ব্যবসা বাতিল বলে গন্য হবে।
পণ্য হস্তগত করার পূর্বে বিক্রয় করা যাবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ক্রয় বিক্রয় জায়েয হবে না। হ্যা, আপনি কোনো প্রতিষ্ঠানের এজেন্ট হয়ে নিজেকে এজেন্ট ঘোষণার করে উক্ত প্রতিষ্টানের লেভেলে ক্রয়-বিক্রয় করতে পারবেন। তখন অগ্রীম মূল্য গ্রহণ করতে পারবেন। সেটা বইয়ে সালাম হিসেবে বিবেচিত হবে।
আরো জানুনঃ-
কিছু ব্র্যান্ডের পণ্য (যেমন কসমেটিকস সামগ্রী) থাকে যা অনেক দামের, আগে অর্ডার না নিয়ে আমদানি/ক্রয় করলে পরে বিক্রয় না হলে ক্ষতি হয়। সেক্ষেত্রে উক্ত পণ্যগুলো বিক্রয়ের ক্ষেত্রে নীতি হলো পন্য ক্রয়ের সময় কোম্পানি হয়ে এই শর্তে পন্য নেয়া যে বিক্রয় না হলে ফেরত নিতে হবে।