আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গত ২ নভেম্বর ও আমি এবং আমার স্বামী মক্কায় যাই ওমরার নিয়ত এ। প্রথম ওমরা টা আমরা সুন্দর মত সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ। তবে ৭ নভেম্বর থেকে আমার স্বামীর মুখের ভেতর ও জিহব্বায় কিছু হয় যার জন্য সে কিছুই খেতে পারছিল না। এ অবস্থায় আমরা ৮ তারিখ মক্কায় জুম্মা আদায় করি এবং বিকেলেই মদিনার উদ্দেশ্যে রওনা দেই৷
মদিনায় আমরা ৩ রাত অবস্থান করি কিন্তু এই তিন দিনেও আমার স্বামী পানি ছাড়া আর কিছুই খেতে পারছিল না। ১১ নভেম্বর এ আমরা পুনরায় মক্কায় যাব বলে ঠিক করি। সেদিন সকালে তিনি সামান্য পরিমাণ ভাত খেতে পারে। যদিও আমরা বাংলাদেশ থেকে পরিকল্পনা করি যে, আমরা তিনটি ওমরা করব যার মধ্যে একটা হবে মদিনা থেকে আসার সময়৷ কিন্তু যেহেতু আমার স্বামী প্রায় ৫ দিন কিছু খেতে পারেন নাই, বেশ দূর্বল হয়ে যান তাই তিনি বলেন যে বলেন যে, ১১ তারিখ মক্কা গিয়ে আর দুই দিন বিশ্রাম নিয়ে তারপর আয়েশা মসজিদ গিয়ে ইহরাম বাধব৷।
সেই পরিকল্পনা মাফিক আমরা মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কোনো নিয়তও করিনি,ইহরামও বাধি নাই। ১৩ তারিখ ফজরের পর আয়েশা মসজিদ থেকে ইহরাম বেধে ২য় ওমরা করি৷ এবং ১৪ তারিখ রাতে দেশে চলে আসি। আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন:
১. আমরা প্রথম পরিকল্পনা মোতাবেক ৩ টি ওমরা করব ভেবেছিলাম, একটা তায়েফ থেকে এসে। তবে দেশ থেকেই আবার পরিকল্পনা পরিবর্তন করি যে তায়েফ যাব না,যেহেতু তায়েফ আমরা যাই নাই তাই সেটা করাও হয়নি৷ এতে কি আমাদের দম দিতে হবে?
২. মদিনা থেকে আসার সময় যেহেতু আমরা ইহরাম বাধি নাই, তাহলে কি এটার উপর দম হবে?
দেশ থেকে যাওয়ার সময় পরিকল্পনার অংশ ছিল মদিনা থেকে আসার সময় ইহরাম বাধব তবে অসুস্থতার জন্য পরিকল্পনা পরিবর্তন করি।
৩. আমার স্বামী অসুস্থ ছিল তবে আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম,তবুও আমি মদিনা থেকে ইহরাম বাধি নাই। এক্ষেত্রে কি আমার উপর দম হবে?
আশা করি আমি প্রশ্ন গুলো বুঝাতে পেরেছি ওস্তাজ।