প্লিজ একটু দ্রুত উত্তর দিয়েন। নামাজ গুলো যদি কাযা হয়ে যায়। আমার সব সময়ই অনিয়মিত হায়েজ।সন্তান হয় না প্রায় ৬ বছর চলের।এখন এই নভেম্বর মাসের ৪ তারিখ সন্ধ্যায় হালকা ব্লিডিং দেখা যায়। এরপর প্রায় ১০ দিন পর্যন্ত হালকা হালকা করে থেমে থেমে ব্লিডিং হয়।একটা প্যাডও ইউজ করতে হয় নি এমন হালকা।আমি ১৪ তারিখ দুপুর থেকে নামাজ পড়া শুরু করেছিলাম।
এখন আজ মানে ২৩ নভেম্বর দুপুর থেকে হালকা আবারও রক্তস্রাব দেখি।হায়েজের মতোই। আমি কি এটাকে ইস্তেহাযা ধরবো? মানে দুই হায়েজের মধ্যবর্তী পবিত্রতার মধ্যে ১৫ দিন গ্যাপ থাকা লাগে জানি।কিন্তু এটা বুঝতে পারছি না যে,হায়েজ যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে ১৫ দিন নাকি যেসময় শেষ হয়েছ তখন থেকে?
এখন এটা কি আমার হায়েজ নাকি ইস্তেহাযা? ব্লিডিং নরমাল হায়েজের মতো হলেও সেটা ইস্তেহাযা হবে? আসলে প্রথমে যে হায়েজ হয়েছে সেটা ফ্লো নরমাল হায়েজের মতো হয় নি।খুবই কম কম করে হয়েছে।