আসসালামু আলাইকুম ওস্তাদ।
১.এটা ২০২৩ এর ঘটনা।আমি আমার স্বামী কে না জানিয়ে আমি আমার খালার বাড়ি গিয়েছিলাম। আমি স্বামী খালা বাড়ি থাকাকালীন ই আমাকে ফোন দেই আর জিগ্যেস করে কোথায় আছি আমি। তখন আমাকে বলে সত্যি বলো আমি কিছু বলব না। আমি তখন বলি যে আমি খালার বাড়ি তে আছি। তখন সে ফোনেই বলতে থাকে তোর সাথে থাকব না আরো অনেক কিছু বলে। ফোনে এসব বলতে বলতে সে এক পর্যায়ে বলে যে (১তালাক, ২তালাক,৩তালাক,২০০০ তালাক) । পরে সে আফসোস করে। সে আহলে হাদিসের লোক।এখন কি আমাদের সম্পর্ক হারাম হয়ে গেছে?
২.এক্ষেত্রে তালাকের নিয়ত মা থাকলেও কি তালাক হয়ে গেছে?