# উস্তাদ আমি আমার অন্য আইডি থেকে কিছু প্রশ্ন করি তো যখন প্রশ্ন সাবমিট করবো আমি যেইখানে allah লেখে তার পরে সাবমিট করা লাগে অইখানে আমি allah বাক্য টা লেখার সময় বা লেখার আগে আমি বিসমিল্লাহ মনে মনে ভাবসি বা বলসি যেইটাই হোক কিন্ত মনে মনে তো এতে আমার কোন সমস্যা নেই তো?
জানিনা বিষয় টা হাস্যকর কিনাহ কিন্ত বিসমিল্লাহ তো কোন কাজ এর শুরু তে বলা লাগে কিন্ত আল্লাহ নাম বলা বা লেখার সময় যদি বিসমিল্লাহ কথাটা ভাবে বা মনে মনে বলে বা মুখেই উচ্চারণ করে বলুক না কেনো কোন সমস্যা হওয়ার তো কথা না। তাও আপনারা উত্তর দিলে আমার চিন্তা কমে যাবে তাই জিজ্ঞাসা করলাম।
#''খবর রাখি না /খবর রাখে না /বাদে ''এইগুলা কোন প্রকার এর তালা'''' এর কিনায়া বাক্য বা শব্দ নাকি যদি কিনায়া বাক্য না হয় তাহলে তো উস্তাদ এইগুলার দারা বা এইগুলার কারনে কোন তালা''' হওয়ার ও সম্বাভনা নেই তাইনা?
#চইলা যাইবো /চইলা যাইবো গা / চইলা যায় এইসব বাক্য বা কথার দারা কোন তালা''' জনিত সমস্যা তো হবে না?
#কোন জায়গার তালা'''' এর লেখা বা বাক্য বা তালা'''' নিয়ে কোন কথা কপি করলে কি এতে কোন সমস্যা হবে উস্তাদ❓সেইটা আপনাদের সাইট থেকেই হোক বা অন্য কোথাও থেকেই হোক মুখে ও বলে নাই না কোথাও লেখসে ও কিন্তু কোন জায়গার থেকে যদি শুধু কপি করে সেই তালা'''' বাক্যটা বা তালা'''' নিয়ে বা তালা'''' সংক্রান্ত কথাগুলা।
মুফতি সাহেব রা আশা করি সঠিক ভাবে আমাকে সমাধান আর পরামর্শ দিবেন প্রশ্ন আর কথা গুলা নিয়ে।