আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (74 points)
edited by
আসসালামু আলাইকুম
১।কলব বা অন্তর, মন কি মাথায় থাকে নাকি হৃদয়ে?


২।কোরআন হাদিসের তাবিজ কবজের ভিতর থাকে সেই তাবিজ পড়ে  টয়লেট যাওয়া, অপবিত্র থাকা,সহবাস করা, জুনুবি অবস্থায় থাকা  এই কাজ গুলো করা যাবে কি?

৩।আমার বাবা আমাকে মিথ্যা বলছে যে উনি অনেক অসুবিধায় আছে সে কথা বলে ব্যাংক থেকে লোন তোলায়। কিন্তু পরে জানতে পারি যে উনি একজনকে ধার দেয় সেই লোক মারা গেছে তার ফ্যামিলি টাকার কথা অস্বীকার করতে চায় বা দিবে দিচ্ছি বলে ঘুরায়। আর যদিও তারা দেয়ও আমার বাবা আমার লোন পরিশোধ না করার সম্ভাবনা প্রবল আমাকে অথবা আমার মাকে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার থেকে লোন সমপরিমাণ টাকা অল্প অল্প করে চুরি করে নিয়ে নিজের কাজে খরচ করবো আমার টাকা হলে লোন পরিশোধ করবো বা আমার মা করবে। এভাবে টাকা নিয়ে খরচ করা জায়েজ হবে কি?


৪।যারা ইসলামিক বিষয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করে তাদের ইমানে সমস্যা হবে কি বা যারা শুনে তাদের ইমানে সমস্যা হবে কি?
৫।অনেকে হালকা একটা সাউন্ড বা সফট মিউজিক ব্যাবহার করে সেটাও কি হারাম

1 Answer

0 votes
ago by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কলব বা অন্তর,মন মাথায় থাকে। 
(২)কোরআন হাদিস থেকে ব্যবহৃত তাবিজ যদি কোনো কিছুর ভিতর থাকে, তাহলে সেটা পরিধান করে টয়লেট যাওয়া, সহবাস করা, জুনুবি অবস্থায়  ব্যবহার করা, এগুলো জায়েয হলেও উত্তম হল, এই মুহূর্তে খুলে রাখা।  

الھندیۃ: (38/1، ط: دار الفکر)
(ومنها) حرمة مس المصحف لا يجوز لهما وللجنب والمحدث مس المصحف إلا بغلاف متجاف عنه كالخريطة والجلد الغير المشرز لا بما هو متصل به، هو الصحيح. هكذا في الهداية وعليه الفتوى. كذا في الجوهرة النيرة.

(৩) লোন পরিশোধের জন্য বাবার অগোচরে নিতে পারবেন। তবে যদি আপনার মা লোন পরিশোধ করে নেন , তাহলে বাবার অগোচরে বাবার টাকা নিতে পারবেন না।

(৪)যারা ইসলামিক বিষয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করে, এবং যারা শুনে, তাদের ইমানে সমস্যা না হলেও গোনাহ হবে।

(৫) হালকা সাউন্ড বা সফট মিউজিক ব্যাবহার করাও হারাম এবং গোনাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...