ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কলব বা অন্তর,মন মাথায় থাকে।
(২)কোরআন হাদিস থেকে ব্যবহৃত তাবিজ যদি কোনো কিছুর ভিতর থাকে, তাহলে সেটা পরিধান করে টয়লেট যাওয়া, সহবাস করা, জুনুবি অবস্থায় ব্যবহার করা, এগুলো জায়েয হলেও উত্তম হল, এই মুহূর্তে খুলে রাখা।
الھندیۃ: (38/1، ط: دار الفکر)
(ومنها) حرمة مس المصحف لا يجوز لهما وللجنب والمحدث مس المصحف إلا بغلاف متجاف عنه كالخريطة والجلد الغير المشرز لا بما هو متصل به، هو الصحيح. هكذا في الهداية وعليه الفتوى. كذا في الجوهرة النيرة.
(৩) লোন পরিশোধের জন্য বাবার অগোচরে নিতে পারবেন। তবে যদি আপনার মা লোন পরিশোধ করে নেন , তাহলে বাবার অগোচরে বাবার টাকা নিতে পারবেন না।
(৪)যারা ইসলামিক বিষয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করে, এবং যারা শুনে, তাদের ইমানে সমস্যা না হলেও গোনাহ হবে।
(৫) হালকা সাউন্ড বা সফট মিউজিক ব্যাবহার করাও হারাম এবং গোনাহ।