আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১। বিপদ আপতিত হলে সেটা কর্মফলের কারণেও হতে পারে আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। কর্মফলের কারণে বিপদ এসেছে নাকি সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে এসেছে সেটা কীভাবে বুঝব?
২। স্বপ্নে দেখলাম যে এক মহিলাকে এক লোক বলেছে যে তোর সন্তান হলে তাকে মেরে ফেলব। তার মেয়ে সন্তান হল, লোকটা বলল যে মেয়ের বয়স ১৭ বছর হলে মেরে ফেলবে। মেয়ের বয়স যখন ১২-১৩ তখনই তাকে লোকটা মারার জন্য নিয়ে যায়। হঠাৎ মেয়েটা বাসায় চলে আসে আর তার মাকে বলতে থাকে যে আংকেল(যে মারতে নিয়ে গেছিল) আমাকে মারতে পারেনি, ইমাম আহমদ বিন হাম্বল তার ২ জন senior companion নিয়ে এসেছেন। তখন দেখলাম চাদর আবৃত একজন লোক, মনে হল যে তিনিই ইমাম আহমদ। এই স্বপ্নের ব্যাখ্যা কী?