প্রশ্ন টা আগে ও করি উত্তর না পাওয়াই আবার করি,গতকাল্কে করার সময় প্রশ্নে আমি ১/২ দিন এইটা উল্লেখ করি কিন্ত উত্তর যেহেতু না পাওয়ায় আজকে আবার প্রশ্ন করি ওই হিসাবে ২/৩ দিন এই সময় সিমা উল্লেখ করি আশা করি বুজবেন,
হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমান নিয়ে কিছু সমস্যা face করতাসি তা হলো ২/৩ দিন আগে সকালে ঘুম থেকে উঠেই আমার মনে বা চিন্তা হওয়া শুরু হয় আমি আগের রাতে মানে যেই দিন সকাল থেকে এই চিন্তা বা মনে হওয়া শুরু হয় তার আগের দিন রাতে ঘুমানাই তখনো আমি শুইয়া শুইয়া চোখ হয়ত খুলা বা বন্দ ছিলো কিন্ত বেশিরভাগি মনে হচ্চে বন্দই ছিলো কিন্ত আমি সোজাক ছিলাম আমার মনে নানান চিন্তা আসছে কিনাহ সব ঠিক ভাবে বলা কিছু টা tough আর ওইসব চিন্তা বা কথা এইখানে বলার দরকার নেই মনে করি তো মুল কথা হচ্চে আমার ইমান নেই বা ইমান নেই এমন চিন্তা মনে আসছে এখন এই চিন্তা করতে করতে ঘুমাইয়া গেসি নাকি আবার অন্য চিন্তা করতে করতে ঘুমাইয়া গেসি আল্লাহ ভালো জানেন কিন্ত আমার মনে বেশি এইটাই হচ্চে যে এই চিন্তা করতে করতেই ঘুমায়া গেসি তো সকালে যখন ঘুম থেকে উঠি আমি মাঝে মধ্যে সকালে ৬-৮ টাই উঠে কিছু খন ফোন চালাই বা ইত্যাদি অন্য কিছু করি হয়ত তা যেই টাই হোক করি তো আমি ১/২ দিন আগে যেইদিন সকালে উঠে মানে পুরোপুরি হয়ত ঘুম তখন ভেঙে গেসে তো আমার মনে হওয়া শুরু হয় আমি আমার ইমান নেই এমন বা ইমান নেই এমন আবার বললাম নাকি কিন্ত প্রবল ভাবে মন এইটাই বলতাসে আমার ইমান নেই এই বাক্য গুলা বলিনাই কিন্তু ইমান নেই এইটুকু বলসি কিনা অনেক টাই বলব মনের মধ্যে খুত খুত কাজ করা আর মানসিক পেইন দিচ্চে আমি প্রশ্ন করব না কয়েকবারি ভাবলাম নিজে আগে নিশ্চিত বা প্রবল ভাবে নিশ্চিত হয় যে বলসি কিনা তার পরে প্রশ্ন করবো কিন্ত আমি নিজেকে বুজানর জন্য যে মুখ দিয়ে ইমান নেই এমন বলবো ওই প্রকৃত সাহস আমার নেই বা নাই আর নিজে বুজে শুনে যে তা বলব ওইরকম মনের জোর বা সাহস নাই বা আমি সোজা কথায় পারবো না আমার মন তাই বলতাসে এখন আর future এ ও তাই বলবে। তো আমি তাও এখন পর্যন্ত কয়েকবারি বিমান নেই/বিমান নাই এমন বলে বলে বুজার চেষ্টা করি ঘুমানর সময় যে চোখ বন্দ ছিলো ওইভাবে আবার চোখ খুলে বলে বুজার চেষ্টা করি কিন্ত মনের মধ্যে আসলে কোন দিকে যে আমার প্রবল ধারনা বা নিশ্চিয়তা আসবে তা আমি বুজতাসিনা হয়ত মন এ এইগুলা বলায় বুজ আসছে কিন্ত্ আমি বুজতাসিনা তাও ইমান নেই বা নাই এমন বলব উচ্চারণ করে মনে মনে হয়ত তার চিন্তা আসছে কিন্ত আমার সাহস নাই উচ্চারণ করে মুখ দিয়ে বলার এখন যেই কারনেই হোক। আমি আমার পরিচিত হুজুর আছে অনাকে মেসেজে করেছি অনি এখনো মেসেজ দেখে নাই নাহলে অনাকেই বলতাম কিন্ত আমি মাঝে মধ্যে বা প্রায় সময় আপনাদের থেকে সমাধান বা মাসালা নি যখন যার কাছে পারি হয় আপনাদের কাছে আর নাহলে আমার পরিচিত হুজুর এর কাছে কারন উস্তাদ আপনারা আর আমার পরিচিত হুজুর আমার কাছে বিশ্বস্ত আর প্রকৃত অর্থে নির্ভরযোগ্য তো যাইহোক এইগুলা শুধু মাএ কথা বললাম,এখন আসি আবার আমার সমস্যার কথায় আমি যদি এখন প্রবল ভাবে বলি যে বলসি ইমান নেই এই কথা পরে আবার মনে হবে হয়ত আমি বলিনাই বা হয়ত আমি যে বলসি আসলে তো আমি বলিনাই মানে ইত্যাদি এমন সন্দেহ চিন্তা হতে পারে যদি আমি এখন প্রবল ভাবে নিশ্চিত করি যে এইটা বলসি তো আমাকে সমাধান দেন যে উস্তাজ,
#আমার ইমানে আর আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা কি হবে বা হয়েছে না তো ??
#আমার কি "ইমান নেই" এমন বলে বুজার চেষ্টা করা উচিত নাকি আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাবো আর এইসব নিয়ে ভেবে অহেতুক নিজেকে কষ্ট দেওয়ার কোন দরকার নাই??
⚠️সম্মানিত উস্তাদ রা আমাকে প্লিস প্রশ্ন গুলার উত্তর দিয়েন আমি চাইনা আর ভাবতে এইসব আপনারা উত্তর দিলে হয়ত চিন্তা মুক্ত হবো নাহলে নিজের মধ্যেই এই চিন্তা ভয় কাজ করাবে নাহলে মনে বা মাথায় চিন্তা দিতেই থাকবে এই নিয়ে।আশা করি এই নিয়ে মনের মধ্যে থাকা কথা বলতে পারছি, জানিনা ঠিক ভাবে সব বলতে পারলাম নাকি আল্লাহ ভালো জানেন।