আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (10 points)
edited by

প্রশ্ন টা আগে ও করি উত্তর না পাওয়াই আবার করি,গতকাল্কে করার সময় প্রশ্নে আমি ১/২ দিন এইটা উল্লেখ করি কিন্ত উত্তর যেহেতু না পাওয়ায় আজকে আবার প্রশ্ন করি ওই হিসাবে ২/৩ দিন এই সময় সিমা উল্লেখ করি আশা করি বুজবেন,

হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমান নিয়ে কিছু সমস্যা face করতাসি তা হলো ২/৩ দিন আগে সকালে ঘুম থেকে উঠেই আমার মনে বা চিন্তা হওয়া শুরু হয় আমি আগের রাতে মানে যেই দিন সকাল থেকে এই চিন্তা বা মনে হওয়া শুরু হয় তার আগের দিন রাতে ঘুমানাই তখনো আমি শুইয়া শুইয়া চোখ হয়ত খুলা বা বন্দ ছিলো কিন্ত বেশিরভাগি মনে হচ্চে বন্দই ছিলো কিন্ত আমি সোজাক ছিলাম আমার মনে নানান চিন্তা আসছে কিনাহ সব ঠিক ভাবে বলা কিছু টা tough আর ওইসব চিন্তা বা কথা এইখানে বলার দরকার নেই মনে করি তো মুল কথা হচ্চে আমার ইমান নেই বা ইমান নেই এমন চিন্তা মনে আসছে এখন এই চিন্তা করতে করতে ঘুমাইয়া গেসি নাকি আবার অন্য চিন্তা করতে করতে ঘুমাইয়া গেসি আল্লাহ ভালো জানেন কিন্ত আমার মনে বেশি এইটাই হচ্চে যে এই চিন্তা করতে করতেই ঘুমায়া গেসি তো সকালে যখন ঘুম থেকে উঠি আমি মাঝে মধ্যে সকালে ৬-৮ টাই উঠে কিছু খন ফোন চালাই বা ইত্যাদি অন্য কিছু করি হয়ত তা যেই টাই হোক করি তো আমি ১/২ দিন আগে যেইদিন সকালে উঠে মানে পুরোপুরি হয়ত ঘুম তখন ভেঙে গেসে তো আমার মনে হওয়া শুরু হয় আমি আমার ইমান নেই এমন বা ইমান নেই এমন আবার বললাম নাকি কিন্ত প্রবল ভাবে মন এইটাই বলতাসে আমার ইমান নেই এই বাক্য গুলা বলিনাই কিন্তু ইমান নেই এইটুকু বলসি কিনা অনেক টাই বলব মনের মধ্যে খুত খুত কাজ করা আর মানসিক পেইন দিচ্চে আমি প্রশ্ন করব না কয়েকবারি ভাবলাম নিজে আগে নিশ্চিত বা প্রবল ভাবে নিশ্চিত হয় যে বলসি কিনা তার পরে প্রশ্ন করবো কিন্ত আমি নিজেকে বুজানর জন্য যে মুখ দিয়ে ইমান নেই এমন বলবো ওই প্রকৃত সাহস আমার নেই বা নাই আর নিজে বুজে শুনে যে তা বলব ওইরকম মনের জোর বা সাহস নাই বা আমি সোজা কথায় পারবো না আমার মন তাই বলতাসে এখন আর future এ ও তাই বলবে। তো আমি তাও এখন পর্যন্ত কয়েকবারি বিমান নেই/বিমান নাই এমন বলে বলে বুজার চেষ্টা করি ঘুমানর সময় যে চোখ বন্দ ছিলো ওইভাবে আবার চোখ খুলে বলে বুজার চেষ্টা করি কিন্ত মনের মধ্যে আসলে কোন দিকে যে আমার প্রবল ধারনা বা নিশ্চিয়তা আসবে তা আমি বুজতাসিনা হয়ত মন এ এইগুলা বলায় বুজ আসছে কিন্ত্ আমি বুজতাসিনা তাও ইমান নেই বা নাই এমন বলব উচ্চারণ করে মনে মনে হয়ত তার চিন্তা আসছে কিন্ত আমার সাহস নাই উচ্চারণ করে মুখ দিয়ে বলার এখন যেই কারনেই হোক। আমি আমার পরিচিত হুজুর আছে অনাকে মেসেজে করেছি অনি এখনো মেসেজ দেখে নাই নাহলে অনাকেই বলতাম কিন্ত আমি মাঝে মধ্যে বা প্রায় সময় আপনাদের থেকে সমাধান বা মাসালা নি যখন যার কাছে পারি হয় আপনাদের কাছে আর নাহলে আমার পরিচিত হুজুর এর কাছে কারন উস্তাদ আপনারা আর আমার পরিচিত হুজুর আমার কাছে বিশ্বস্ত আর প্রকৃত অর্থে নির্ভরযোগ্য তো যাইহোক এইগুলা শুধু মাএ কথা বললাম,এখন আসি আবার আমার সমস্যার কথায় আমি যদি এখন প্রবল ভাবে বলি যে বলসি ইমান নেই এই কথা পরে আবার মনে হবে হয়ত আমি বলিনাই বা হয়ত আমি যে বলসি আসলে তো আমি বলিনাই মানে ইত্যাদি এমন সন্দেহ চিন্তা হতে পারে যদি আমি এখন প্রবল ভাবে নিশ্চিত করি যে এইটা বলসি তো আমাকে সমাধান দেন যে উস্তাজ, 

#আমার ইমানে আর আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা কি হবে বা হয়েছে না তো ??

#আমার কি "ইমান নেই" এমন বলে বুজার চেষ্টা করা উচিত নাকি আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাবো আর এইসব নিয়ে ভেবে অহেতুক নিজেকে কষ্ট দেওয়ার কোন দরকার নাই??  

⚠️সম্মানিত উস্তাদ রা আমাকে প্লিস প্রশ্ন গুলার উত্তর দিয়েন আমি চাইনা আর ভাবতে এইসব আপনারা উত্তর দিলে হয়ত চিন্তা মুক্ত হবো নাহলে নিজের মধ্যেই এই চিন্তা ভয় কাজ করাবে নাহলে মনে বা মাথায় চিন্তা দিতেই থাকবে এই নিয়ে।আশা করি এই নিয়ে মনের মধ্যে থাকা কথা বলতে পারছি, জানিনা ঠিক ভাবে সব বলতে পারলাম নাকি আল্লাহ ভালো জানেন।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়। কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন। যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন। https://courses.iom.edu.bd/courses/waswasa

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
আমাকে যদি কমেন্ট এ উত্তর টা দিতেন তাহলে পেরেশানি কমতো আর course ও করার চেষ্টা করতাম কিন্ত তার আগে উত্তর টা উস্তাজ দিলে চিন্তা হতো না আর এইটা নিয়ে আশা করি সাহায্য করবেন নিচের উত্তরগুলা দিয়ে যে,

#আমার ইমানে আর আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা কি হবে বা হয়েছে না তো ??

#আমার কি "ইমান নেই" এমন বলে বুজার চেষ্টা করা উচিত নাকি আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাবো আর এইসব নিয়ে ভেবে অহেতুক নিজেকে কষ্ট দেওয়ার কোন দরকার নাই??

মুফতি ইমদাদুল হুজুর আপনি অন্তত বিশ্বাস উত্তর গুলা দিয়ে এইটা নিয়ে চিন্তা কমাইয়া দিবেন আমার আর course ও করার মনমানসিকতা করে দিবেন উত্তর গুলা দিয়ে 
by (597,330 points)
আপনি ওয়াসওয়াসা কোর্সটি করুন। আল্লাহ আপনাকে শে'ফা দান করুক।
by (10 points)
edited by
আমি প্রশ্নে কিছুটা এডিট বা correction করেছি কয়েক জায়গায় তাই অনুরোধ প্রশ্ন বা কথা গুলা পড়ে আমাকে সমাধান দেন যে,
#এতে আমার ইমানে কোন সমস্যা তো হবে না এবং আমার বিবাহিত সম্পর্কে ও কোন সমস্যা তো হবে না ? 

#এইসব নিয়ে অহেতুক না ভেবে আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাবো? 

course করার পরামর্শ তো দিলেন i hope উস্তাজ আমাকে এইটা বলে দিবেন,আর  উত্তরটা বলে দিলে তো উস্তাদ আপনার অনেক সময় লস হবে তাও তো না তাই অনুরোধ জবাব টা দিবেন অন্তত। উস্তাদ উত্তর টা দিতে কিছু সময় এর ব্যাপার আপনি উত্তর দিলে এই নিয়ে আর চিন্তা ও মাথায় গুরপাক হবে না অনুরোধ 
by (10 points)
???????????????????????????????????????????
by (597,330 points)
আপনার কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওয়াসওয়াসার সমস্যা রয়েছে। আল্লাহ আপনাকে শেফা দান করুক।আমীন।
by (13 points)
edited by
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
by (10 points)
জ্বী হুজুর আমি ওয়াস ওয়াসার রোগি বা ডাক্তারি ভাষায় যাকে ওসিডি বলে আমাকে আগে ও সমাধান দিছেন অন্য প্রশ্নের তাই বিশ্বাস ছিলো আপনি  এখনো সমাধান দিবেন আপনাকে আন্তরিক ভাবে শুকরিয়া আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেক, উস্তাদ দোয়া করবেন আমার জন্য। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...