আমি একটা রিমোট চাকরির সুযোগ পেয়েছি ঘরে বসে। ভিডিও এডিটিং করতে হয়, ভিডিওতে হঠাৎ হঠাৎ মেয়ে থাকে। মিউজিক থাকেনা। তাদের বর্তমান চ্যানেলটা ব্যবসা নিয়ে। ৩০+৪০টা ভিডিওর মাঝে ৩-৪টা বিড়ালের ব্যাবসা, পলিথিনের ব্যাবসা এমন পেয়েছি। বাকিগুলো মোটামুটি হালাল মনে হয়েছে। মানুষের মুখের ভিডিওর হালাল হারাম সন্দেহের কারণে উনাদের বলেছিলাম, উনারা বলেছেন আমাকে শুধু ছেলেদের ভিডিও দেয়া যাবে(আমি মেয়ে)। উনি বলেছেন এই চ্যানেলটা টিভি চ্যানেল হবে সম্ভবত, এবং নাম-কন্টেন্ট সবই বদলে ফেলবে, কী নিয়ে চ্যানেল খুলবে সেটা বলা নিষেধ। সুতরাং এটাও সন্দেহযুক্ত। আমার বাসায় বিসিএস দেয়ার জন্য প্রেশার দিতে থাকায় এবং আমি পর্দার জন্য বাইরে কাজ করতে না চাওয়ায় একটা ঘরে বসে করার মত চাকরী অনেক খুঁজছিলাম। তখনই এই সুযোগটা পাই, আল্লাহর ইশারা ভেবে নিয়ে নেই। এখন আবার বুঝতে পারছিনা করা ঠিক হবে কীনা। উনারা যদি ছেলেদেরও চোখ ঝাপসা করে দেয়ার অনুমতি দেন তাহলে কি করা যাবে? সন্দেহজনক জিনিস থেকে তো দূরে থাকাই ভালো, তার উপরে ছেলেদের দেখতে হচ্ছে(এটা আগে মাথায় আসেনি)