আমার একটি সুদী ব্যাংকে ১ লক্ষ টাকা জমানো আছে, সেখান থেকে যে পরিমাণ সুদ আসে সেটা নিয়ম অনুযায়ী সওয়াব এর নিয়ত ছাড়া সদকা করে দিয়ে থাকি। কিছুদিন আগে প্রয়োজন বসত ঐ একই ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা সুদ ভিত্তিক ঋন নিয়েছি। এখন আমার প্রশ্ন হল আমি কি ১ লক্ষ জমানো টাকায় যে সুদ আসে সেই টাকা দিয়ে নতুন যে ঋণ নিয়েছি সেটার কিস্তি দিতে পারব কিনা অথবা ঋণ পরিশোধ এর কাজে ব্যবহার করতে পাথব কিনা?